Union Budget 2023 Expectation: এক ধাক্কায় আয় বাড়বে কৃষকদের, আসন্ন বাজেটেই কৃষি নিয়ে বড় ঘোষণা করতে পারে কেন্দ্র

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jan 17, 2023 | 8:10 AM

PM Kisan Samman Nidhi Scheme: প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্পের সুবিধা পান যে সমস্ত কৃষকেরা, এবার তাদের উপার্জন বাড়তে চলেছে। প্রতি বছর কৃষকেরা এই প্রকল্পের অধীনে ৬ হাজার টাকা করে পান। এবার সেই বার্ষিক বরাদ্দের পরিমাণ বাড়াতে হতে পারে।

Union Budget 2023 Expectation: এক ধাক্কায় আয় বাড়বে কৃষকদের, আসন্ন বাজেটেই কৃষি নিয়ে বড় ঘোষণা করতে পারে কেন্দ্র
কৃষি বাজেটে কী ঘোষণা করবে কেন্দ্র?

Follow Us

নয়া দিল্লি: সামনেই কেন্দ্রীয় বাজেট(Union Budget 2023)। এবারের বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা রয়েছে অনেক। বিশেষ করে চাকুরিজীবী ও নিম্ন-মধ্যবিত্ত মানুষ যারা, তারা এবারের বাজেটে কেন্দ্রের কাছে কর ছাড় ও আর্থিক অনুদানের প্রত্যাশা রাখছেন। প্রতিবারের বাজেটেই বিশেষ গুরুত্ব দেওয়া হয় কৃষি বাজেট(Agriculture Budget)-কে। কারণ আমাদের দেশ কৃষিনির্ভর দেশ। দেশের একটা বড় অংশের মানুষের জীবীকা এখনও কৃষিকাজ। ফলে কৃষি বাজেটে কেন্দ্র কী কী ছাড় বা কৃষিপণ্যের উপরে কর ঘোষণা করল, তার দিকে নজর থাকে দেশবাসীর। কেন্দ্রীয় সূত্রে খবর, এবারের বাজেটে বিশেষ গুরুত্ব পেতে চলেছে কৃষি বাজেট। এই বাজেটে কৃষকদের জন্য বেশ কিছু বড় ঘোষণা করতে পারে কেন্দ্র। কৃষকদের উপার্জন বাড়ানোর জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ (Nirmala Sitharaman) প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্পের (PM Kisan Samman Nidhi Scheme) বরাদ্দ বাড়ানোর কথা ঘোষণা করতে পারেন।

কেন্দ্রীয় সূত্রে খবর, প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্পের সুবিধা পান যে সমস্ত কৃষকেরা, এবার তাদের উপার্জন বাড়তে চলেছে। প্রতি বছর কৃষকেরা এই প্রকল্পের অধীনে ৬ হাজার টাকা করে পান। এবার সেই বার্ষিক বরাদ্দের পরিমাণ বাড়াতে হতে পারে। ৬ হাজার টাকার বদলে ৮ হাজার টাকা করে পেতে পারেন। আগেও যেভাবে তিন কিস্তিতে কৃষকেরা এই ৬ হাজার টাকা পেতেন, একইভাবে এই বাজেটের পর থেকে চার কিস্তিতে মোট ৮ হাজার টাকা পাবেন কৃষকেরা। এর জন্য তাদের নতুন করে কোনও আবেদন করতে হবে না।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কৃষকদের উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের অধীনে প্রতি চার মাস অন্তর কৃষকেরা প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্পের অধীনে দুই হাজার টাকা পেতেন। মোট তিন কিস্তিতে ৬ হাজার টাকা পান কৃষকেরা। কোনও মধ্যস্থতাকারী না রেখে, সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে এই টাকা পৌঁছে যায়।

কারা পিএম-কিসান সম্মান নিধি প্রকল্পের সুবিধা পান?

যাদের নিজেদের কৃষিজমি রয়েছে, সেই সমস্ত কৃষক পরিবার এই প্রকল্পের সুবিধা পাবেন।

Next Article