Pension scheme: এক বছর বিনিয়োগের পরই মিলতে পারে পেনশন, দেখুন এই স্কিম

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 09, 2023 | 1:14 AM

LIC: বয়স্কদের কথা ভেবে এবার এক পেনশন স্কিম নিয়ে এসেছে LIC। এই পেনশন স্কিমের পুরো নাম LIC নতুন জীবন শান্তি যোজনা। এই স্কিমের বিশেষত্ব হল, আপনাকে প্রতি মাসে বা বছরে বারবার বিনিয়োগ করতে হবে না। একবারে বিনিয়োগ করেই পেনশন পেতে পারেন।

Pension scheme: এক বছর বিনিয়োগের পরই মিলতে পারে পেনশন, দেখুন এই স্কিম
এলআইসি নিয়ে আসছে নতুন পেনশন স্কিম।
Image Credit source: TV9 Bharatvarsh

Follow Us

নয়া দিল্লি: বার্ধক্য ভালোভাবে কাটাতে কে না চায়! তার জন্য কেউ যৌবনে কিছু স্থায়ী আমানত করে, যাতে সেই টাকায় বৃদ্ধ বয়সে অন্তত বসে জীবন কাটানো যায়। অনেকে আবার নিজেদের উপার্জন পেনশন স্কিমে (Pension scheme) বিনিয়োগ করেন। যাতে ৬০ বছর বয়সের পরে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পেনশন হিসাবে পাওয়া যায়। যাতে দৈনন্দিন চাহিদা মেটে। সেই সমস্ত মানুষদের কথা ভেবে এবার এক পেনশন স্কিম নিয়ে এসেছে LIC। এই পেনশন স্কিমের পুরো নাম LIC নতুন জীবন শান্তি যোজনা। এই স্কিমের বিশেষত্ব হল, আপনাকে প্রতি মাসে বা বছরে বারবার বিনিয়োগ করতে হবে না। একবারে বিনিয়োগ করেই পেনশন পেতে পারেন। আসুন জেনে নিই, এলআইসি-র নতুন জীবন শান্তি পরিকল্পনা সম্পর্কিত বৈশিষ্ট্য এবং নীতির শর্তাবলী।

বিনিয়োগের ১ বছর পরেই পেনশন সংগ্রহ করতে পারেন

বয়স্কদের কথা মাথায় রেখে এলআইসি নতুন জীবন শান্তি যোজনা চালু করেছে। এই স্কিমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, এটি একটি বিলম্বিত বার্ষিক পরিকল্পনা। অর্থাৎ এতে বিনিয়োগের সময় পেনশনের পরিমাণ নির্ধারিত থাকে। তারপর একটি নির্দিষ্ট সময় পর প্রতি মাসে পেনশন আসতে শুরু করে। আপনি চাইলে ১ বছর পরেও পেনশন নিতে পারবেন।

স্বামী-স্ত্রী দুজনেই পেনশন পাবেন

LIC-এর নতুন জীবন শান্তি প্রকল্পের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, ৩০ বছর থেকে ৭৯ বছর বয়সের মধ্যে যে কোনও ব্যক্তি এতে বিনিয়োগ করতে পারেন। এতে বিনিয়োগের সর্বোচ্চ কোনও সীমা নির্ধারণ করা হয়নি। আপনি একবারে যত খুশি বিনিয়োগ করতে পারেন। যেহেতু এটি একটি বিলম্বিত বার্ষিক স্কিম। সেজন্য ১ বছর থেকে ১২ বছরের বিনিয়োগের পর পেনশন শুরু হয়। এই স্কিমের আরও এক বৈশিষ্ট্য হল, একক এবং যৌথভাবে পেনশন পাওয়ার সুবিধা রয়েছে। অর্থাৎ আপনি নিজের নামে এবং স্ত্রীর নামেও নতুন জীবন শান্তি পরিকল্পনা কিনতে পারেন। নির্দিষ্ট সময় পর স্বামী-স্ত্রী দুজনেই পেনশন পাবেন।

একবারে ১১ লক্ষ টাকা জমা দিন

ধরুন, ৫৫ বছর বয়সে আপনি নতুন জীবন শান্তি যোজনায় ১১ লক্ষ টাকা একবারে জমা করেছেন। ৫ বছর পরে আপনার বয়স ৬০ বছর হবে। আপনি যদি এই বয়স থেকে পেনশন পেতে চান তবে আপনি প্রতি বছর ১ লক্ষ টাকার বেশি পেনশন পাবেন। আপনি যদি এই অর্ধবার্ষিক পেনশন চান তাহলে ৪৯,৯১১ টাকা পাবেন। একইভাবে ত্রৈমাসিক পেনশনে ২৪,৭০১ টাকা এবং মাসিক ৮,১৪৯ টাকা পেনশন পাবেন। এই প্রকল্পে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ দেড় লক্ষ টাকা হতে হবে। তবে সর্বাধিক বিনিয়োগের কোনও সীমা নেই৷

Next Article