LIC: ধূমপান করেন? এলআইসির নতুন প্ল্যানে চমকে দেওয়ার মতো সুবিধা

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Aug 02, 2023 | 8:00 AM

LIC: কমপক্ষে ১৮ বছর বয়স হতে হবে জীবন কিরণ পলিসি নিতে গেলে। সর্বোচ্চ বয়স ৬৫ বছর। পলিসি টার্ম ন্যূনতম ১০ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর অবধি। কমপক্ষে ১৫ লক্ষ টাকার সুবিধা পাবেন।

LIC: ধূমপান করেন? এলআইসির নতুন প্ল্যানে চমকে দেওয়ার মতো সুবিধা
এলআইসি।
Image Credit source: Facebook

Follow Us

ভবিষ্যতের সুরক্ষার কথা মাথায় রেখে সকলেরই জীবনবিমা থাকা দরকার। যাঁর যেমন আর্থিক সামর্থ্য, তিনি তেমনভাবেই পলিসি করাতে পারেন। তবে পলিসি যাই হোক না কেন, সকলেই চান ন্যূনতম প্রিমিয়ামে বড় ইনসিওরেন্স কভারেজ। অর্থাৎ কোনওরকম দুর্ঘটনায় ক্লেমের টাকার পাশাপাশি পলিসি টার্মের শেষবেলায় প্রিমিয়াম হিসাবে জমা করা পুরো টাকাও। দেশের বৃহত্তম বিমা সংস্থা এলআইসি (LIC) এনেছে এরকমই এক পলিসি। জীবনের প্রতি পলে এই পলিসি আলোর দিশা দেখাবে। তাই পলিসির নামকরণ হয়েছে ‘জীবন কিরণ’। প্ল্যান নম্বর ৮৭০ (Jeevan Kiran Plan 870)।

এই পলিসির চারটি উল্লেখযোগ্য দিক-

১. কোনও দুর্ঘটনা ঘটলে ইনসিওরেন্স ক্লেমের টাকা তো পাবেনই, পলিসি হোল্ডারের জীবদ্দশায় যদি পলিসি টার্ম শেষ হয়, প্রিমিয়ামের পুরো টাকাও ফেরত পাবেন।

২. এই পলিসি ৬৫ বছর অবধি কোনও ব্যক্তিই নিতে পারেন। ৮০ বছর অবধি তিনি ইনওসিওরেন্সের সুবিধা পাবেন।

৩. মাত্র ৩ হাজার টাকা প্রিমিয়াম দিয়েও এই পলিসি নেওয়া যাবে। অর্থাৎ কারও আর্থিক সামর্থ্য কম হলেও জীবন কিরণ তাঁকে দিশা দেখাবে।

৪. পলিসিতে ৪০ বছর অবধি পলিসি টার্ম মিলবে। অর্থাৎ অধিক সময় অবধি ইনসিওরেন্স পাওয়ার সুবিধা থাকছে।

কীভাবে প্রিমিয়াম দেবেন

দু’ভাবে প্রিমিয়াম দিয়ে এই পলিসি নিতে পারেন। সিঙ্গল প্রিমিয়াম পেমেন্ট বা একক প্রিমিয়াম পেমেন্টের সুবিধা যেমন আছে। তেমনই কেউ চাইলে রেগুলার প্রিমিয়াম পেমেন্ট অর্থাৎ ৬ মাস বা বছরে প্রিমিয়াম দিতে পারবেন।

ধূমপান না করলে মিলবে অতিরিক্ত সুবিধা

প্রিমিয়ামের ২ ধরনের আর্থিক হার আছে। নন স্মোকার রেটস ও স্মোকার রেটস। স্মোকার রেট নন স্মোকার রেটের তুলনায় বেশি হবে। অর্থাৎ যিনি ধূমপায়ী, তাঁকে যিনি ধূমপান করেন না তাঁর তুলনায় বেশি প্রিমিয়াম দিতে হবে। পলিসি হোল্ডারকে পলিসি নেওয়ার সময়ই এই দু’টির মধ্যে একটি বেছে নিতে হবে।

ধূমপান করলে লুকোনোর কিন্তু সুযোগ নেই

ধূমপান করেন না, এমন পলিসির প্রিমিয়াম যিনি দেবেন, তাঁকে একটি অতিরিক্ত স্বাস্থ্য় পরীক্ষা (Urinary Cotinine Test) করানো হবে। এই টেস্ট ইউরিনে কোটিনিনের মাত্রা বলে দেবে। যে ব্যক্তি বিড়ি, সিগারেট খান তাঁর শরীরে কোটিনিনের মাত্রাও বেশি হবে। অর্থাৎ এই স্বাস্থ্য পরীক্ষাই বলে দেবে, আপনি যে পলিসির প্রিমিয়াম দিতে চাইছেন, সত্যিই আপনি এর জন্য যথাযথ কি না।

বয়সসীমা, প্রিমিয়াম কত

কমপক্ষে ১৮ বছর বয়স হতে হবে জীবন কিরণ পলিসি নিতে গেলে। সর্বোচ্চ বয়স ৬৫ বছর। পলিসি টার্ম ন্যূনতম ১০ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর অবধি। কমপক্ষে ১৫ লক্ষ টাকার সুবিধা পাবেন। ন্যূনতম প্রিমিয়াম (রেগুলার প্রিমিয়াম পলিসি) ৩ হাজার টাকা এবং সিঙ্গল প্রিমিয়াম পলিসির জন্য ৩০ হাজার টাকা।

থাকছে পলিসি সারেন্ডারের সুবিধা

এই পলিসিতে লোনের সুবিধা পাবেন না, তবে চাইলে পলিসি সারেন্ডার করতে পারবেন। রেগুলার প্রিমিয়াম পলিসির ক্ষেত্রে প্রথম ২ বছর নিয়মিত প্রিমিয়াম দেওয়ার পর যে কোনও সময় তা সারেন্ডার করা যাবে। সারেন্ডার ভ্যালু কত হবে তা অবশ্য পলিসি টার্মের উপর নির্ভর করবে। সিঙ্গল প্রিমিয়াম পলিসির ক্ষেত্রে যে কোনও সময়ে সারেন্ডার করতে পারেন। প্রথম তিন বছরের মধ্যে সারেন্ডার করলে সারেন্ডার ভ্যালু হবে ৭৫ শতাংশ হবে। তিন বছর পর সারেন্ডারের ক্ষেত্রে ভ্যালু হবে ৯০ শতাংশ।

Next Article