নতুন দিল্লি: আপনার লাইফ ইনসিওরেন্সের প্রিমিয়াম (Life Insurance Premiums) আগামী বছর অর্থাৎ ২০২২ থেকে বাড়তে পারে। একটি রিপোর্ট অনুযায়ী, রিইনসিওরেন্স কোম্পানিগুলি (Insurance companies) আগামী বছর থেকে নিজেদের শুল্ক বাড়াতে চলেছে, যার বোঝা জীবন বিমা কোম্পানিগুলি নিজেদের গ্রাহকদের উপর চাপাতে পারে।
প্রসঙ্গত, রিইনসিওরেন্স জীবন বিমা কোম্পানিগুলিরই এক ধরনের ইনসিওরেন্স প্ল্যান। জীবন বিমা কোম্পানিগুলি নিজেদের বিভিন্ন রিস্ক কম করার জন্য রিইনসিওরেন্স কোম্পানিগুলিকে শুল্ক দেয়। প্রিমিয়ামের (health insurance premium) টাকা বাড়ানোয় ইনসিওরেন্স কোম্পানিগুলির মুনাফাও বাড়তে পারে। তবে এর ফলে পলিসির চাহিদা কম হতে পারে। বিশেষ করে যখন বীমা প্রোডাক্টগুলি নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়তে দেখা যাচ্ছে।
৪০ শতাংশ পর্যন্ত বাড়বে প্রিমিয়াম
খবর রয়েছে, ইনসিওরেন্স প্রিমিয়ামের দাম ২০ থেকে ৪০ শতাংশের মধ্যে বাড়তে পারে। এর কারণ হল রিইনসিওরেন্স কোম্পানিগুলি গত কয়েক মাস ধরে বেশি সংখ্যায় ইনসিওরেন্স ক্লেম পাচ্ছিল, যার ফলে তাদের লোকসান বেড়েছে। এই অবস্থায় এখন তারা এই লোকসান কভার করার জন্য নিজেদের শুল্ক বাড়াতে চলেছে। বেশকিছু কোম্পানি আগেই বিমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষের (IRDAI) কাছে শুল্ক বাড়ানোর অনুমতি চেয়েছে। অন্যদিকে কিছু কোম্পানি এই শুল্কবৃদ্ধিকে যতটা সম্ভব কম করার জন্য গ্লোবাল ইনসিওরেন্স কোম্পানিগুলির সঙ্গে কথাবার্তা বলছে। প্রিমিয়ামের দাম বাড়লে অফলাইন আর অনলাইন দুই মাধ্যমেই পলিসি বিক্রির উপর প্রভাব পড়তে পারে।
কী বলছেন বিশেষজ্ঞরা
বিশেষজ্ঞদের মতে, ‘গত ৬ মাস ধরে দাম বাড়ানোর কথাবার্তা চলছিল আর এটা এখন এড়ানো যাবে না। করোনার কারণে গত কিছুদিন ধরে ইনসিওরেন্স ক্লেম বেড়েছে, যার ফলে ইনসিওরেন্স কোম্পানিগুলোর লোকসান হয়েছে আর এখন তারা নিজেদের শুল্ক বাড়াচ্ছে।’ একটি লাইফ ইনসিওরেন্স কোম্পানির সিইও এই ব্যাপারে নিশ্চিত করেছেন যে, তারা প্রিমিয়ামের টাকা বাড়ানোর জন্য IRDAI-এর কাছে আবেদন করেছেন আর দ্রুতই ইনসিওরেন্স প্রোডাক্টগুলির উপর এই শুল্কবৃদ্ধি চালু করে দেবেন।
আরও পড়ুন: NFT in Online Game: বিনিয়োগের নয়া মাধ্যম! এবার NFT আনতে চলেছে ড্রিম ১১ সহ অনলাইন গেমিং সংস্থাগুলি