নয়া দিল্লি: আপনি যদি ইন্টারনেট ব্যাঙ্কিং বা ব্যাঙ্কিং সংক্রান্ত কোনও কাজ করতে গিয়ে কোনও সমস্যায় পড়েন, তবে এই খবরটি আপনারই জন্য। ইদানিং, সরকার প্যান (PAN) এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের (Bank Account) সঙ্গে আধার (Aadhar) লিঙ্ক করার উপর জোর দিচ্ছে। এমন অবস্থায়, যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক না করা থাকে, তবে চিন্তার কোনও কারণ নেই। আপনি ঘরে বসে বসেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার লিঙ্ক করতে পারেন। অনলাইন ইন্টারনেট ব্যাঙ্কিং বা মোবাইল অ্যাপের মাধ্যমে এটা করা যায়। আসুন জেনে নেওয়া যাক কীভাবে।
কেন ব্যাঙ্কের সঙ্গে আধার লিঙ্ক করা দরকার?
আরবিআই-এর মতে, ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আধারের সঙ্গে লিঙ্ক করা অত্যন্ত দরকারি। কারণ, ২০১৯ সালের তহবিল তছরুপ-এর তৃতীয় সংশোধনী আইন অনুযায়ী, যে কোনও সরকারি প্রকল্পের সুবিধা নিতে গেলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধারের লিঙ্ক থাকতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ ‘কেওয়াইসি’ নথি।
কীভাবে অনলাইনে আধার লিঙ্ক করবেন?
– প্রথমে আপনার ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
– এবার আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং-এ লগ ইন করুন।
– এরপর ‘মাই অ্যাকাউন্ট’ বিভাগে যান এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার আপডেট করুন।
– আধার আপডেট করতে আবার আপনার লগ ইন পাসওয়ার্ড দিন।
– এখানে আধার নম্বর দেওয়ার পর ‘সাবমিট’-এ ক্লিক করুন। এতেই আপনার আধার ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে।
কীভাবে অ্যাপের মাধ্যমে আধার লিঙ্ক করবেন?
– আধার লিঙ্ক করতে ব্যাঙ্কের অ্যাপ্লিকেশন ব্যবহার করলে, আপনার অ্যাপে লগইন করুন।
– এবার ‘মাই অ্যাকাউন্টে’ যান এবং আধার বিবরণ যাচাই করে নিন।
– যদি আপডেট না থাকে, তবে ‘আপডেট ডিটেইলস’-এ ক্লিক করুন।
– এবার আপনার আধার নম্বর লিখুন এবং ‘সাবমিট’-এ ক্লিক করুন।
– আধার আপডেট হওয়ার পর আপনি একটি ‘মেসেজ’ পাবেন।