Liquor shop close: টানা ৫ দিন মদ বিক্রি বন্ধ থাকবে রাজধানীতে

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 04, 2023 | 1:22 AM

Liquor shop: গত এক সপ্তাহ ধরে দিল্লি এবং আশেপাশের এলাকায় মদের বিক্রি ২০ শতাংশ বেড়েছে। বিশেষত, ২২ অগস্টের পর মদ বিক্রি অতিরিক্ত বেড়েছে বলে মদ ব্যবসায়ীরা জানাচ্ছেন।

Liquor shop close: টানা ৫ দিন মদ বিক্রি বন্ধ থাকবে রাজধানীতে
প্রতীকী ছবি।
Image Credit source: TV9 Bharatvarsh

Follow Us

নয়া দিল্লি: সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ। চলতি সপ্তাহেই ৫ দিন দিল্লিতে (Delhi) মদের দোকান বন্ধ থাকবে। ড্রাই ডে (Dry day) ও জি-২০ সামিটের (G-20 Summit) জন্যই দিল্লিতে টানা ৫ দিন মদের দোকান বন্ধ থাকবে। তাই ইদানিং রাজধানীতে মদের দোকানগুলিতে সুরাপ্রেমীদের ভিড় বাড়তে শুরু করেছে। অতিরিক্ত মদ বিক্রি শুরু হয়েছে। আগামী সপ্তাহে দিল্লিতে কবে থেকে কবে পর্যন্ত মদের দোকান বন্ধ থাকবে জেনে নিন।

কবে, কেন দিল্লিতে মদের দোকান বন্ধ থাকবে?

আগামী ৬ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত দিল্লিতে টানা ৫ দিন মদের দোকান বন্ধ থাকবে। এর কারণ প্রথমত, কেজরীবাল সরকার দিল্লিতে ৪টি ড্রাই ডে ঘোষণা করেছে। যার মধ্যে রয়েছে জন্মাষ্টমীও। জন্মাষ্টমীর জন্যই আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর দিল্লিতে মদের দোকান বন্ধ থাকবে। এরপর জি-২০ সামিট উপলক্ষ্যে কেন্দ্র ও দিল্লি সরকারের তরফে দিল্লির সমস্ত বাজার-দোকান, স্কুল-অফিস বন্ধ রাখার নির্দেশিকা জারি হয়েছে। তার জেরেই আগামী ৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত মদের দোকানগুলি বন্ধ থাকবে।

পুরো দিল্লিতে কি বন্ধ থাকবে মদের দোকান?

জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য দিল্লিতে বাজার-দোকানের পাশাপাশি মদের দোকানও বন্ধ থাকবে। তবে সমগ্র রাজধানী নয়, সরকারী বিজ্ঞপ্তি অনুসারে, জি-২০ চলাকালীন নয়াদিল্লি পুলিশ জেলার অধীনে ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। তবে ৬ ও ৭ সেপ্টেম্বর সমগ্র দিল্লিতে মদের দোকান বন্ধ থাকবে।

মদ বিক্রি বেড়েছে

জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য দিল্লিতে আবার লকডাউন হতে পারে বলে আশঙ্কা রয়েছে মানুষের মনে। করোনা মহামারীতে ৬ মাস মদের দোকান বন্ধ ছিল এবং সেই সময় মদ্যপায়ীরা ভীষণভাবে অস্বস্তিতে পড়েছিল। সেই স্মৃতি এখনও মানুষের মনে টাটকা। তাই আগাম মদ কিনে মজুত রাখতে শুরু করেছে অনেকেই। গত এক সপ্তাহ ধরে দিল্লি এবং আশেপাশের এলাকায় মদের বিক্রি ২০ শতাংশ বেড়েছে। বিশেষত, ২২ অগস্টের পর মদ বিক্রি অতিরিক্ত বেড়েছে বলে মদ ব্যবসায়ীরা জানাচ্ছেন।

Next Article