LPG Price Cut: শেষ দফার ভোটের দিনই প্রায় ১০০ টাকা কমল গ্যাসের দাম, মাসের শুরুতে ভাল খবর আর কী হয়!

ঈপ্সা চ্যাটার্জী |

Jun 01, 2024 | 7:17 AM

LPG Cylinder Price Cut: একধাক্কায় প্রায় ১০০ টাকার কাছাকাছি কমে গেল এলপিজি সিলিন্ডারের দাম। আজ, ১ জুন থেকেই কার্যকর হবে এলপিজি সিলিন্ডারের নতুন দাম। মাসের প্রথম দিনেই গ্যাসের দাম কমায়, স্বাভাবিকভাবেই খুশি আমজনতা।

LPG Price Cut: শেষ দফার ভোটের দিনই প্রায় ১০০ টাকা কমল গ্যাসের দাম, মাসের শুরুতে ভাল খবর আর কী হয়!
ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: শেষ দফার ভোটের দিনই বড় খবর। কমল গ্যাসের দাম। একধাক্কায় প্রায় ১০০ টাকার কাছাকাছি কমে গেল এলপিজি সিলিন্ডারের দাম। আজ, ১ জুন থেকেই কার্যকর হবে এলপিজি সিলিন্ডারের নতুন দাম। মাসের প্রথম দিনেই গ্যাসের দাম কমায়, স্বাভাবিকভাবেই খুশি আমজনতা।

আজ, ১ জুন অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে জানানো হয়, ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৭২ টাকা কমানো হল। নতুন দাম হচ্ছে ১৭৮৭ টাকা। আজ থেকেই এই নতুন দাম কার্যকর হবে।

অন্যদিকে, ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে ৮২৯ টাকা।

প্রসঙ্গত, প্রতি মাসের শুরুতেই অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী দেশীয় বাজারে এলপিজির দাম কমানো বা বাড়ানো হয়। তবে গ্যাসের দাম কমার সঙ্গে নির্বাচনের কোনও যোগ নেই।

১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সাধারণত হোটেল, রেস্তোরাঁগুলিতেই ব্যবহার করা হয়। গৃহস্থের বাড়িতে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়।

Next Article