Toll Tax Hike: ভোট মিটতেই বাড়ল করের বোঝা, আজ থেকেই দিতে হবে অতিরিক্ত টোল ট্যাক্স

ঈপ্সা চ্যাটার্জী |

Jun 03, 2024 | 6:20 AM

NHAI: ন্যাশনাল হাইওয়েজ অথারিটি অব ইন্ডিয়া বা এনএইচএআই (NHAI)-র তরফে জানানো হয়েছে, আজ থেকে ৩ থেকে ৫ শতাংশ অতিরিক্ত টোল ট্যাক্স দিতে হবে। আজ, সোমবার, ৩ জুন থেকেই এই বর্ধিত ট্যাক্স বা কর চালু হবে। দেশের সমস্ত টোল প্লাজাতেই এই নতুন কর কার্যকর হবে। 

Toll Tax Hike: ভোট মিটতেই বাড়ল করের বোঝা, আজ থেকেই দিতে হবে অতিরিক্ত টোল ট্যাক্স
ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: বাড়ছে করের বোঝা। ব্যয়বহুল হতে চলেছে যাত্রা। লোকসভা নির্বাচন মিটতেই বড় সিদ্ধান্ত ন্যাশনাল হাইওয়েজ অথারিটি অব ইন্ডিয়ার। বাড়ানো হল রোড টোল ট্যাক্স। আজ, সোমবার, ৩ জুন থেকেই এই বর্ধিত ট্যাক্স বা কর চালু হবে। দেশের সমস্ত টোল প্লাজাতেই এই নতুন কর কার্যকর হবে।

ন্যাশনাল হাইওয়েজ অথারিটি অব ইন্ডিয়া বা এনএইচএআই (NHAI)-র তরফে জানানো হয়েছে, আজ থেকে ৩ থেকে ৫ শতাংশ অতিরিক্ত টোল ট্যাক্স দিতে হবে। মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই কর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১০০ টোল প্লাজায় আজ থেকে নতুন কর ধার্য করা হবে গাড়ি, বাস, ট্রাকের যাতায়াতের জন্য।

এনএইচএআই-র তরফে জানানো হয়েছে, গত এপ্রিল মাসেই বার্ষিক পর্যালোচনার পর টোল ট্য়াক্স বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু নির্বাচন চলায় এবং আদর্শ আচরণবিধি লাগু হওয়ায়, সেই সময় নতুন কর কার্যকর করা হয়নি। ভোট মিটতেই আজ থেকে কার্যকর হবে নতুন টোল ট্য়াক্স। আগের টোল ট্যাক্সের তুলনায় ৩ থেকে ৫ শতাংশ অতিরিক্ত কর দিতে হবে।  গড়ো ১২৫ টাকার মতো অতিরিক্ত টোল ট্যাক্স দিতে হবে আজ থেকে।

প্রসঙ্গত, জাতীয় সড়ক ও হাইওয়েতে অতিক্রান্ত দূরত্বের উপরে নির্ভর করে টোল ট্যাক্স ধার্য করা হয়।

Next Article