LPG সিলিন্ডারে ভর্তুকি দেওয়ার মেয়াদ বাড়ল

Sukla Bhattacharjee |

Mar 08, 2024 | 7:32 AM

Modi Govt: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ২০২৪-২৫ সালের জন্য কাঁচা পাটের ন্যূনতম সমর্থন মূল্য (MSP) ২৮৫ টাকা বাড়ানো হয়েছে। ফলে কুইন্টাল প্রতি দাম ৫,৩৫৫ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে প্রায় ৪৮ লক্ষ কর্মচারী এবং প্রায় ৬৮ লক্ষ পেনশনভোগীর ডিএ অর্থাৎ মহার্ঘ্য ভাতা ৪ শতাংশ বাড়ানো হল।

LPG সিলিন্ডারে ভর্তুকি দেওয়ার মেয়াদ বাড়ল
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের দিন ঘোষণার ঠিক আগে কৃষক, কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে মহিলাদের জন্যও বড় উপহার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার সকালেই কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়ানোর ঘোষণা করেছে। তারপর বিকালে আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় LPG সিলিন্ডারে ভর্তুকির মেয়াদ বাড়ানোর ঘোষণা করলেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় LPG সিলিন্ডারে ভর্তুকির মেয়াদ চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত ছিল। সেই মেয়াদ আরও এক বছর বাড়ানোর ঘোষণা করসেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। এদিন মন্ত্রী জানান, কেন্দ্রীয় মন্ত্রিসভা পিএম উজ্জ্বলা প্রকল্পের মেয়াদ ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত বাড়িয়েছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে মহিলা সুবিধাভোগীরা ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি পান।

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ২০২৪-২৫ সালের জন্য কাঁচা পাটের ন্যূনতম সমর্থন মূল্য (MSP) ২৮৫ টাকা বাড়ানো হয়েছে। ফলে কুইন্টাল প্রতি দাম ৫,৩৫৫ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে প্রায় ৪৮ লক্ষ কর্মচারী এবং প্রায় ৬৮ লক্ষ পেনশনভোগীর ডিএ অর্থাৎ মহার্ঘ্য ভাতা ৪ শতাংশ বাড়ানো হল। এছা়ড়া কর্মচারীদের এইচআরএ, অর্থাৎ, আবাসিক ভাতাও বাড়ানো হয়েছে।

Next Article