LPG cylinder price: নারী দিবসে মহিলাদের মোদীর উপহার, ফের কমল রান্নার গ্যাসের দাম

Mar 08, 2024 | 10:54 AM

LPG cylinder price: ফের একবার কমল গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম। প্রধানমন্ত্রী বলেছেন, এতে সারা দেশে লক্ষ-লক্ষ পরিবারের আর্থিক বোঝা উল্লেখযোগ্যভাবে কমবে এবং বিশেষ করে মহিলারা উপকৃত হবেন। কত টাকা কমল গ্যাসের দাম?

LPG cylinder price: নারী দিবসে মহিলাদের মোদীর উপহার, ফের কমল রান্নার গ্যাসের দাম
প্রতীকী ছবি
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: নারী দিবসে নারী শক্তিকে আরও এক কদম এগিয়ে দিতে বড় ঘোষণা মোদী সরকারের। ফের একবার কমল গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে, শুক্রবার (৮ মার্চ), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন, এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা কমানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই কথা জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, “এটা সারা দেশে লক্ষ-লক্ষ পরিবারের আর্থিক বোঝা উল্লেখযোগ্যভাবে কমাবে। বিশেষ করে আমাদের নারী শক্তিকে এতে উপকৃত হবে। রান্নার গ্যাসকে আরও সাশ্রয়ী করে তোলার মাধ্যমে, আমরা পারিবারিক কল্যাণ এবং এক স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নিয়েছি। এতে মহিলাদের ক্ষমতায়নের পাশাপাশি, তাদের জন্য জীবনযাত্রা আরও সহজ হয়ে উঠবে।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা জানিয়েছিল উজ্জ্বলা যোজনার অধীনে এলপিজি সিলিন্ডারে ৩০০ টাকার ভর্তুকি দেওয়ার মেয়াদ আগামী অর্থবর্ষের জন্য বাড়ানো হয়েছে। গত বছরের অক্টোবরে, ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারে ভর্তুকির পরিমাণ ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করেছিল মোদী সরকার। এই ভর্তুকির মেয়াদ ৩১ মার্চ শেষ হওয়ার কথা ছিল। পাশাপাশি, গত বছর অগস্টে গৃহস্থালীর এলপিজি সিলিন্ডারে ২০০ টাকা করে ভর্তুকি অনুমোদন করেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।

তবে, সরকারের এদিনের ঘোষণার সময় নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এনসিপি (শরদ পওয়ার) দলের সাংসদ সুপ্রিয়া সুলে এই ঘোষণাকে ‘জুমলা’ বলেছেন। তিনি বলেছেন, “আমি মোটেও বিস্মিত নই। সময়টা দেখুন। তারা গত ৯ বছর ধরে ক্ষমতায় রয়েছে। কেন তারা এটা আগে ভাবেনি? ঠিক যখন নির্বাচন, সম্ভবত আগামী ৫-৬ দিনের মধ্যে এর ঘোষণা করা হবে। এটা আরও এক জুমলা। আমাদের সরকারের সময় এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৪৩০ টাকা। এখন কেন ওই টাকায় সিলিন্ডার পাওয়া যায় না?” কংগ্রেস মুখপাত্র সুরেন্দ্র রাজপুত বলেছেন, “বিজেপি অত্যন্ত চতুর দল। ওরা ৩৯৫ টাকার এলপিজি সিলিন্ডার ১০০০ টাকায় বিক্রি করে। তারপর প্রধানমন্ত্রী মোদী ১০০ টাকা দাম কমানর কথা ঘোষণা করেন।” সমাজবাদী পার্টির মহিলা সভার জাতীয় সভাপতি জুহি সিং বলেছেন, “মহাদেব দেখছেন কীভাবে মানুষের সঙ্গে প্রতারণা করছে বিজেপি সরকার। সিলিন্ডারের দাম বাড়ছে। আমি মনে করি প্রধানমন্ত্রী মোদীর উচিত, গ্রামে গ্রামে গিয়ে দেখা, ‘উজ্জ্বলা যোজনা’ কত বড় প্রতারণা।”

 

Next Article