Financial Change Update: মে মাসে আপনার ‘গ্যাঁটের কড়ি’ এদিক-ওদিক হতে পারে এই পরিবর্তনগুলির জন্য
Financial Change Update: চলতি মাসের প্রথম দিনেই দাম বেড়েছে এলপিজি সিলিন্ডারের। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১০২ টাকা ৫০ পয়সা বৃদ্ধি পেয়েছে। এর জেরে নতুন দাম ২৩৫৫ টাকা ৫০ পয়সায় বেড়ে দাঁড়িয়েছে।
নয়া দিল্লি: শুরু হয়েছে নতুন মাস। আর নতুন মাস মানেই পরিবর্তন। মে মাসেও বেশ কিছু বড় পরিবর্তন আসতে চলেছে। এরমধ্যে একদিকে যেমন এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বৃদ্ধি রয়েছে, তেমনই আবার বিমানের জ্বালানির (Airplane Fuel) দামও বাড়ছে। কিছু পরিবর্তন আসবে ব্যাঙ্কের (Bank) নিয়মেও। এই প্রতিটি পরিবর্তনই সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলবে। তাই মে মাসের এই পরিবর্তনগুলি অবশ্যই জেনে নিন-
এলপিজির মূল্যবৃদ্ধি:
চলতি মাসের প্রথম দিনেই দাম বেড়েছে এলপিজি সিলিন্ডারের। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১০২ টাকা ৫০ পয়সা বৃদ্ধি পেয়েছে। এর জেরে নতুন দাম ২৩৫৫ টাকা ৫০ পয়সায় বেড়ে দাঁড়িয়েছে। ১ মে থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। ৫ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৫৫ টাকায়। তবে গৃহস্থের বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়নি।
এই মূল্যবৃদ্ধির জেরে দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার কিনতে খরচ হবে ২৩৫৫ টাকা ৫০ পয়সা। আগে এই সিলিন্ডার কিনতে খরচ হত ২২৫৩ টাকা।মুম্বইয়ে বর্ধিত মূল্য হল ২৩০৭ টাকা। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার কিনতে খরচ হবে ২৪৫৫ টাকা।