ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 18, 2021 | 8:42 PM

এর আগে ১ জুলাই কলকাতায় দাম বেড়ে হয়েছিল ৮৬১ টাকা ও ১ জুন দাম বেড়ে হয়েছিল ৮৩৫ টাকা।

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?
ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি: ফের বাড়ল গ্যাসের দাম। বুধবার ভর্তুকিবিহীন গ্যাসের (LPG) দাম বেড়েছে সিলিন্ডার প্রতি ২৫ টাকা করে। এই নিয়ে পরপর দু’মাসে দু’বার বাড়ল গ্যাসের দাম। এর আগে ১ জুলাই গ্যাসের দাম বেড়েছিল। অগস্টে ফের বাড়ল দাম। ১৭ অগস্ট থেকে বর্ধিত দাম কার্যকর হচ্ছে। বর্তমানে দেশের মধ্যে গ্যাসের দাম কলকাতায় সর্বোচ্চ। বর্তমানে কলকাতায় প্রতি সিলিন্ডারের দাম বেড়ে হল ৮৮৬ টাকা। এর আগে ১ জুলাই কলকাতায় দাম বেড়ে হয়েছিল ৮৬১ টাকা ও ১ জুন দাম বেড়ে হয়েছিল ৮৩৫ টাকা।

দিল্লিতে আজ গ্যাসের দাম বেড়ে হল ৮৫৯.৫০ টাকা, মুম্বইতে দাম বেড়ে হল ৮৫৯.৫০ টাকা ও চেন্নাইতে দাম বেড়ে হল ৮৭৫.৫০ টাকা। বর্তমানে বছরে মোট ১২ টি করে গ্যাসে ভর্তুকি দেয় সরকার। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওপর নির্ভর করে গ্যাসের দাম। এ ছাড়া করের ওরপ নির্ভর করে গ্যাসের ভিন্ন ভিন্ন দাম হয় এলাকা ভিত্তিতে। শুধু গ্যাস নয়, গত কয়েকদিনে পেট্রোল ও ডিজেলের দামও বেড়েছে অনেকটাই। ১০০ পার করেছে জ্বালানি তেলের দাম।

সরকারি তেল সংস্থার ওয়েবসাইটে https://iocl.com/Products/IndaneGas.aspx-থেকে গ্যাসের দাম জানা যায়। এই ওয়েবসাইটে প্রতি মাসে সংস্থার তরফে গ্যাস সিলিন্ডারের দাম জারি করা হয়ে থাকে।

এর আগেও চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসেও দাম বেড়েছিল সিলিন্ডারের। পরে এপ্রিল মাসে দাম অপরিবর্তিত রাখা হয়েছিল গ্যাস সিলিন্ডারের। এপ্রিলে ১০ টাকা দাম কমানোও হয়েছিল সিলিন্ডারের। তবে ১ জুলাই ফের একবার একলাফে এলপিজি সিলিন্ডারের দাম ২৫ টাকা বাড়ানো হয়েছিল। আরও পড়ুন: ছাত্রীকে বাইরে বার করে পোশাক পাল্টাতেন গৃহশিক্ষিকা, আলমারি খুলে হাঁ সেনানীর পরিবার!

Next Article