LPG Price Hike: তাপমাত্রার পারদ চড়তেই রান্নাঘরেও পৌঁছল আঁচ, আরও মহার্ঘ হল রান্নার গ্যাস

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 01, 2021 | 4:37 PM

LPG Price Hike: তবে শুধু রান্নার গ্যাস সিলিন্ডারই নয়, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার, যার ওজন হয় ১৯ কেজি, সেটিরও ৭৬ টাকা দাম বাড়ল।

LPG Price Hike: তাপমাত্রার পারদ চড়তেই রান্নাঘরেও পৌঁছল আঁচ, আরও মহার্ঘ হল রান্নার গ্যাস
ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি: আরও দাম বাড়ল রান্নার গ্যাসের। ১ জুলাই, বৃহস্পতিবার থেকে ভর্তুকিহীন এলপিজি গ্য়াসের দাম ২৫.৫০ টাকা বাড়ল।দেশের চারটি মেট্রো শহর- দিল্লি, মুম্বই, কলকাতা ও চেন্নাইয়ের বাসিন্দাদের এ বার থেকে গুনতে হবে অতিরিক্ত টাকা।

এ বার থেকে ১৪.২ কেজির ভর্তুকিবিহীন এলপিজির দাম হতে চলেছে ৮৩৪ টাকা ৫০ পয়সা। দিল্লি, মুম্বই ও কলকাতায় এই দামে বিক্রি হলেও চেন্নাইবাসীদের সিলিন্ডার পিছু আরও বেশি খরচ করতে হবে। সেখানে প্রতি সিলিন্ডার এলপিজি গ্যাসের দাম বেড়ে দাঁড়াল ৮৫০ টাকা ৫০ পয়সা। এই নিয়ে বিগত ছয় মাসে ভর্তুকিবিহীন গ্যাসের দাম ১৪০ টাকা বাড়ল।

তবে শুধু রান্নার গ্যাস সিলিন্ডারই নয়, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার, যার ওজন হয় ১৯ কেজি, সেটিরও ৭৬ টাকা দাম বাড়ল। ফলে বর্তমানে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হল ১৫৫০ টাকা। দেশে পেট্রল-ডিজেল যখন একাধিক শহরে সেঞ্চুরি হাঁকিয়েছে, সেই অবস্থায় ক্রমাগত রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হওয়াতে গৃহস্থের মাথায় হাত পড়তে বাধ্য।

মুম্বইতে ইতিমধ্যেই ১০০-র গণ্ডি পার করেছে পেট্রোলের দাম। কলকাতা, দিল্লিতেও ১০০ ছুঁইছুঁই তেলের দাম। প্রতিমাসেই গ্যাসের দাম বিবেচিত হলেও বিগত কয়েক মাসে দাম না বাড়ায় কিছুটা স্বস্তি পেয়েছিল সাধারণ মানুষ। কিন্তু ফের ২৫ টাকা দাম বাড়ায় সমস্ত কিছুতেই তার প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে অগ্নিমূল্য হয়েছে বাজার, বাস-ট্যাক্সি সহ গণপরিবহনের ভাড়া বাড়ছে তরতরিয়ে।

আরও পড়ুন: স্বর্ণপ্রেমীদের জন্য সুখবর, তিন মাসে সব থেকে সস্তা হলুদ ধাতু

Next Article