Anil Ambani: ভাগ্যের চাকা ঘুরছে অনিল অম্বানীর, শুধুই টাকা আর টাকা…

ঈপ্সা চ্যাটার্জী |

Aug 16, 2024 | 4:26 PM

Reliance: অনিল অম্বানীর সংস্থাগুলির উপরে ঋণের বোঝা কমছে। পাশাপাশি কমছে লোকসানের অঙ্ক। এক সময়ে দেউলিয়া হয়ে যাওয়া রিলায়েন্স ক্যাপিটাল আবার প্রাণ ফিরে পাচ্ছে। আর সুদিন ফিরতেই বড় পদক্ষেপ করেছেন অনিল অম্বানী।

Anil Ambani: ভাগ্যের চাকা ঘুরছে অনিল অম্বানীর, শুধুই টাকা আর টাকা...
অনিল অম্বানী।
Image Credit source: Wikipedia

Follow Us

মুম্বই:  একসময়ে দেশের অন্যতম ধনী ব্যক্তি ছিলেন। হাজার হাজার কোটির সম্পত্তি খুইয়ে রাতারাতি দেউলিয়া হয়ে যান অনিল অম্বানী। দাদা মুকেশ অম্বানী সাহায্য না করলে, আজ হয়তো নিঃস্ব হয়ে যেতেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে ভাগ্যও পরিবর্তন হচ্ছে অনিল অম্বানীর। আবার প্রাণ ফিরে পাচ্ছে অম্বানী পরিবারের ছোট ভাইয়ের সংস্থাগুলি।

জানা গিয়েছে, অনিল অম্বানীর সংস্থাগুলির উপরে ঋণের বোঝা কমছে। পাশাপাশি কমছে লোকসানের অঙ্ক। এক সময়ে দেউলিয়া হয়ে যাওয়া রিলায়েন্স ক্যাপিটাল আবার প্রাণ ফিরে পাচ্ছে। আর সুদিন ফিরতেই বড় পদক্ষেপ করেছেন অনিল অম্বানী। তিনি নিজের ছেলে, জয় আনমোলের নামে একটি নতুন সংস্থা শুরু করেছেন।

জয় প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংস্থাটি রিলায়েন্স ইনফ্রাস্টাকচারেরই সাবসিডিয়ারি কোম্পানি। জানা গিয়েছে, এই নতুন সংস্থা রিয়েল এস্টেটের ব্যবসাই করবে। সম্পত্তি ক্রয়-বিক্রি, লিজের সঙ্গে যুক্ত থাকবে এই সংস্থা।

এর পাশাপাশি আরও একটি সুখবর পেয়েছেন অনিল অম্বানী। এপ্রিল-জুন ত্রৈমাসিকে রিলায়েন্স ইনফ্রার লোকসান ৬৯.৪৭ কোটি টাকা কমেছে। গত অর্থবর্ষে এই ত্রৈমাসিকে লোকসানের পরিমাণ ছিল ৪৯৪.৮৩ কোটি
টাকা। জুন মাসের শেষে অনিল অম্বানীর সংস্থার আয় বেড়ে দাড়িয়েছে ৭২৫৬.২১ কোটি টাকা।

Next Article