EMI Hike: বাড়তে চলেছে আপনার EMI-র খরচ, বড় সিদ্ধান্ত SBI-র, জানুন বিস্তারিত

ঈপ্সা চ্যাটার্জী |

Aug 16, 2024 | 5:43 PM

State Bank of India: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে এমসিএলআর হার বৃদ্ধি করা হয়েছে। আগে এসবিআই-র এমসিএলআর (MCLR) হার ছিল ৮.৮৫ শতাংশ। এবার সেই হার বাড়িয়ে ৮.৯৫ শতাংশ করা হল। ১৫ অগস্ট থেকেই এই নতুন সুদের হার কার্যকর হয়েছে। 

EMI Hike: বাড়তে চলেছে আপনার EMI-র খরচ, বড় সিদ্ধান্ত SBI-র, জানুন বিস্তারিত
ফাইল চিত্র
Image Credit source: X

Follow Us

নয়া দিল্লি: আপনি কি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গ্রাহক? তবে আপনার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ খবর। দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্কের তরফে বাড়ানো হল সুদের হার। এরফলে খরচ বাড়তে চলেছে ঋণ গ্রহীতাদের। ১৫ অগস্ট থেকেই নতুন সুদের হার কার্যকর হয়েছে। আপনার যদি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় গৃহ ঋণ, গাড়ির ঋণ বা শিক্ষা ঋণ থাকে, তবে খরচ বাড়তে চলেছে আপনার। এবার থেকে কত টাকা অতিরিক্ত খরচ হবে ইএমআই-তে, জেনে নিন-

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে এমসিএলআর হার বৃদ্ধি করা হয়েছে। আগে এসবিআই-র এমসিএলআর (MCLR) হার ছিল ৮.৮৫ শতাংশ। এবার সেই হার বাড়িয়ে ৮.৯৫ শতাংশ করা হল। ১৫ অগস্ট থেকেই এই নতুন সুদের হার কার্যকর হয়েছে।

এমসিএলআর বৃদ্ধি করার ফলে এসবিআই-র গ্রাহকদের হোম লোন, কার লোন, এডুকেশন লোনের খরচ বাড়তে চলেছে। বাড়বে ইএমআই-র হার। কত টাকা অতিরিক্ত খরচ হবে, সেই হিসাব করা যাক-

ধরুন আপনি ১০ লক্ষ টাকা ঋণ নিয়েছেন, যার মেয়াদ ১০ বছর। এমসিএলআর ৮.৮৫ শতাংশ হওয়ায়, আপনাকে মাসিক ইএমআই দিতে হয় ১৩,২২৭ টাকা।

এবার এমসিএলআরের হার বাড়িয়ে ৮.৯৫ শতাংশ করায়, আপনার ইএমআই-র খরচও বাড়বে। এবার থেকে ইএমআই দিতে হবে ১৩ হাজার ৩১৮ টাকা। অর্থাৎ ৯১ টাকা অতিরিক্ত খসবে।

প্রসঙ্গত, স্টেট ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার আগে ব্যাঙ্ক অব বরোদা, কানাড়া ব্যাঙ্ক ও ইউকো ব্য়াঙ্কও এমসিএলআর হার বৃদ্ধি করেছে।

Next Article