Gold Price: কল্পনাতেও আসবে না! স্বাধীনতার সময়ে মাত্র ৮৮ টাকায় কত সোনা পাওয়া যেত, জানেন?

ঈপ্সা চ্যাটার্জী |

Aug 16, 2024 | 6:33 PM

Gold Price Hike: ১৯৪২ সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ভারত ছাড়ো আন্দোলন চলছিল, তখন ১০ গ্রাম সোনার দাম ছিল মাত্র ৪৪ টাকা। অর্থাৎ স্বাধীনতার সময়ই সোনার দাম দ্বিগুণ হয়ে গিয়েছিল।

1 / 10
সোনা অমূল্য ধন। শুধু নারীর সৌন্দর্য্য বৃদ্ধি বা স্ত্রীধন হিসাবেই নয়, বিপদের সময়ে রক্ষা করে সোনা। তবে প্রতিদিনই বেড়ে চলেছে সোনার দাম।

সোনা অমূল্য ধন। শুধু নারীর সৌন্দর্য্য বৃদ্ধি বা স্ত্রীধন হিসাবেই নয়, বিপদের সময়ে রক্ষা করে সোনা। তবে প্রতিদিনই বেড়ে চলেছে সোনার দাম।

2 / 10
যত দিন যাচ্ছে, ততই বাড়ছে সোনার দাম। আগে ১০ গ্রাম সোনার হার কিনতে খরচ পড়ত ২০-৩০ হাজার টাকা। বর্তমান সময়ে ১০ গ্রামের সোনার দাম কিনতেই প্রায় লাখ টাকার কাছাকাছি খরচ পড়ে। ৭৮ বছর আগে সোনার দাম কত ছিল জানেন?

যত দিন যাচ্ছে, ততই বাড়ছে সোনার দাম। আগে ১০ গ্রাম সোনার হার কিনতে খরচ পড়ত ২০-৩০ হাজার টাকা। বর্তমান সময়ে ১০ গ্রামের সোনার দাম কিনতেই প্রায় লাখ টাকার কাছাকাছি খরচ পড়ে। ৭৮ বছর আগে সোনার দাম কত ছিল জানেন?

3 / 10
১৯৪৭ সালে, স্বাধীনতার সময়  ১০ গ্রাম সোনার দাম ছিল ৮৮.৬২ টাকা। অর্থাৎ বর্তমানে ১ ডলারের দামের সমান।

১৯৪৭ সালে, স্বাধীনতার সময় ১০ গ্রাম সোনার দাম ছিল ৮৮.৬২ টাকা। অর্থাৎ বর্তমানে ১ ডলারের দামের সমান।

4 / 10
তখন রুপোর দাম ছিল ১০৭ টাকা প্রতি কেজি। বর্তমানে এক কেজি রুপোর দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার টাকা।

তখন রুপোর দাম ছিল ১০৭ টাকা প্রতি কেজি। বর্তমানে এক কেজি রুপোর দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার টাকা।

5 / 10
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

6 / 10
এরপরে ভারতে যখন অর্থনীতি দুর্বল হয়ে পড়েছিল, সেই সময় ১৯৬৪ সালে ১০ গ্রাম সোনার দাম নেমে গিয়েছিল ৬৩.২৫ টাকায়।

এরপরে ভারতে যখন অর্থনীতি দুর্বল হয়ে পড়েছিল, সেই সময় ১৯৬৪ সালে ১০ গ্রাম সোনার দাম নেমে গিয়েছিল ৬৩.২৫ টাকায়।

7 / 10
২০২১ সালে সেই সোনার দাম ৫২৭ গুণ বেড়ে, ১০ গ্রাম সোনার দাম ৪৭ হাজার টাকায় বেড়ে দাঁড়িয়েছিল।

২০২১ সালে সেই সোনার দাম ৫২৭ গুণ বেড়ে, ১০ গ্রাম সোনার দাম ৪৭ হাজার টাকায় বেড়ে দাঁড়িয়েছিল।

8 / 10
বর্তমানে ২২ ক্য়ারেটের  ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৫ হাজার ৬৫০ টাকা।

বর্তমানে ২২ ক্য়ারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৫ হাজার ৬৫০ টাকা।

9 / 10
অর্থাৎ আপনি যদি স্বাধীনতার সময়ে ১০ হাজার টাকার সোনা কিনতেন, তবে সেই সোনার মূল্য বর্তমানে ৬৬ লক্ষ ৪৭ হাজার ৫০০ টাকা হত।

অর্থাৎ আপনি যদি স্বাধীনতার সময়ে ১০ হাজার টাকার সোনা কিনতেন, তবে সেই সোনার মূল্য বর্তমানে ৬৬ লক্ষ ৪৭ হাজার ৫০০ টাকা হত।

10 / 10
১ লাখ টাকার সোনা কিনে রাখলে, আজ সেই সোনার মূল্য হত ৬ কোটি ৬৪ লক্ষ টাকা।

১ লাখ টাকার সোনা কিনে রাখলে, আজ সেই সোনার মূল্য হত ৬ কোটি ৬৪ লক্ষ টাকা।

Next Photo Gallery