Bangladesh: চেয়ারে ইউনুস, তাঁকে ঘিরে তাঁর বান্ধবীরা, শুরুতেই স্বজনপোষণ?
Bangladesh: বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এক সপ্তাহ কেটে গিয়েছে। অর্থাৎ, নয়া সরকারের মধুচন্দ্রিমা পর্ব প্রায় সাঙ্গ বলা যেতে পারে। এর মধ্যেই বাংলাদেশে দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, মহম্মদ ইউনুসের বিরুদ্ধে অসন্তোষ। শেখ হাসিনার কায়দাতেই সরকারের সমস্ত উচ্চপদে তিনি তাঁর অনুগত ও ঘনিষ্ঠদেরই বসাচ্ছেন বলে অভিযোগ।
1 / 8
৫ অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। ৮ অগস্ট নোবেলজয়ী মহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তারপর, এক সপ্তাহ কেটে গিয়েছে। অর্থাৎ, নয়া সরকারের মধুচন্দ্রিমা পর্ব প্রায় সাঙ্গ বলা যেতে পারে। এর মধ্যেই বাংলাদেশে দেখা যাচ্ছে ইউনুসের বিরুদ্ধে অসন্তোষ।
2 / 8
শেখ হাসিনার বিরুদ্ধে স্বৈরাচারি আচরণের পাশাপাশি ছিল স্বজনপোষণের অভিযোগ। সরকারি বিভিন্ন উচ্চপদে, সব নিজের লোক বসাতেন হাসিনা, এমনটাই অভিযোগ ছিল তাঁর বিরোধীদের। এমনকি, যে কোটার বিরোধিতা করে শুরু হয়েছিল আন্দোলন, সেই কোটা ব্যবস্থাও ছিল স্বজনপোষণের অস্ত্র। এমনটাই দাবি ছিল। এবার সেই একই অভিযোগে বিদ্ধ হচ্ছেন মহম্মদ ইউনুস।
3 / 8
নবগঠিত সরকারের বিভিন্ন উচ্চপদে বেছে বেছে নিজের অনুগত লোকজন এবং ঘনিষ্ঠ বান্ধবীদের বসাচ্ছেন তিনি। বাংলাদেশের সাধারণ মানুষ ও বুদ্ধিজীবীদের একাংশের এমনই দাবি। এমনকী, যে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, তাদের একাংশও ইউনুসের এই স্বজনপোষণের ছবি দেখে বিরক্ত বলে জানা গিয়েছে।
4 / 8
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ইউনুস, প্রথমেই এই সরকারের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছিলেন নুরজাহান বেগমকে। কে এই নুরজাহান বেগম? ১৯৭৬ সালে চট্টগ্রামের যখন গ্রামীণ ব্যাঙ্ক প্রতিষ্ঠা করেছিলেন ইউনুস, সেই সময় তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের অন্যতম ছিলেন নুরজাহান। বিভিন্ন সয়ম গ্রামীন ব্যাঙ্কের বিভিন্ন পদে ছিলেন তিনি। ২০১১ সালে ইউনুস অবসর নেওয়ার পর, তিনিই ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর হয়েছিলেন। এর পাশাপাশি, তাঁর সঙ্গে ইউনুসের বিশেষ সম্পর্ক রয়েছে বলে জোর গুঞ্জন রয়েছে বাংলাদেশে।
5 / 8
উপদেষ্টা হয়েছেন মহম্মদ ইউনুসের আরেক ঘনিষ্ঠ বান্ধবী সৈয়দা রিজওয়ানা হাসান-ও। তিনি পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের দায়িত্ব। রিজওয়ানা হাসান বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির প্রধান কার্যনির্বাহী পরিচালক এবং একজন পরিবেশবিদও বটে। পরিবেশ নিয়ে কাজের জন্য ব়্যামোন ম্যাগসেসে পুরস্কার-সহ, বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। এছাড়া, ডাকসাইটে সুন্দরী হিসেবে পরিচিত রিজওয়ানা হাসান।
6 / 8
এই দুই বান্ধবীকে উপদেষ্টার পদ দেওয়ার পাশাপাশি, নতুন সরকারের এক প্রধান পদ ইউনুস দিয়েছেন তাঁর আরেক ঘনিষ্ঠ বান্ধবী লামিয়া মোরশেদকে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, অর্থাৎ, ইউনুসের অফিসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক মুখ্য সমন্বয়ক পদে চুক্তিভিত্তিতে তাঁকে নিয়োগ করা হয়েছে। তিনি 'ইউনুস সেন্টারে'র কার্যনির্বাহী পরিচালক। লামিয়া পাচ্ছেন সরকারের সিনিয়র সচিব পদমর্যাদা এবং অন্যান্য সুযোগ-সুবিধা।
7 / 8
এখানেই শেষ নয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের বিশেষ সহকারীর দায়িত্ব পেয়েছেন কট্টর বিএনপি সমর্থক আলি ইমাম মজুমদার। কয়েকদিন যেতে না যেতেই তাঁকে উপদেষ্টা পদই দেওয়া হয়েছে। ২০০৬ সালের ডিসেম্বর থেকে ২০০৮ সালের নভেম্বর পর্যন্ত, বিএনপি সরকারের মন্ত্রিপরিষদের সচিবের দায়িত্বে ছিলেন তিনি। আওয়ামি লিগ নেতাদের অভিযোগ, আলি ইমাম মজুমদার মার্কিন গোয়েন্দা বাহিনী সিআইএ-র এজেন্ট। ২০০৭ সালে তোলাবাজির দায়ে গ্রেফতার হয়েছিলেন শেখ হাসিনা। হাসিনার গ্রেফতারির পিছনেও এই আলি ইমাম মজুমদারর হাত ছিল বলে মনে করা হয়। ২০০৭ সালের ১১ জানুয়ারি বাংলাদেশে জরুরি অবস্থা জারি হয়েছিল। তার মাস্টারমাইন্ড ছিলেন সেই সময়ের সেনা প্রধান মইনুদ্দিন আহমেদ। তাঁর সমস্ত দুষ্কর্মের সঙ্গী ছিলেন এই আলি ইমাম মজুমদার, এমনটাও শোনা যায়।
8 / 8
মনে করা হচ্ছে, গণতন্ত্র ফেরানোর কথা বলেও, হাসিনার মতোই এক স্বৈরাচারি সরকার চালাচ্ছেন ইউনুস। সরকারে যাতে তাঁর কড়া নিয়ন্ত্রণ থাকে, সেই কথা মাথায় রেখেই, নিজের বান্ধবী এবং ঘনিষ্ঠ বা বৃত্তের বিভিন্ন ব্যক্তিকে অন্তর্বর্তীরকালীন সরকারের বিভিন্ন উচ্চপদে বসাচ্ছেন ইউনুস। বাংলাদেশের একাংশের বুদ্ধিজীবীরা, যারা ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন, তাঁরাও কিন্তু বলতে শুরু করেছেন, রঙটা বদলাল শুধু, গণতন্ত্র কোথায় এল?