Ram Lala: রামের লকেট বিক্রি করেই ১ কোটি টাকা! রামলালার হাত ধরেই ‘লক্ষ্মী লাভ’ এই শহরে

Soumya Saha |

Jan 27, 2024 | 1:51 PM

Ram Lala: খনউ শহরে শুধুমাত্র ভগবান রামের লকেট বিক্রি হয়েছে এক কোটি টাকারও বেশি। এমনকী রামের সোনা ও হীরে খচিত লকেটও বিক্রি হচ্ছে। পাওয়া যাচ্ছে রাম মন্দির অঙ্কিত বিশেষ সোনার আঙটিও। ভগবান রামের ছবি সহ রুপোর কয়েনও বিক্রি হচ্ছে লখনউয়ের বাজারে। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত শুধু লখনউতেই ৩৫ কেজির বেশি এমন রুপোর কয়েন বিক্রি হয়েছে।

Ram Lala: রামের লকেট বিক্রি করেই ১ কোটি টাকা! রামলালার হাত ধরেই লক্ষ্মী লাভ এই শহরে
ভগবান রাম (প্রতীকী ছবি)
Image Credit source: Pixabay

Follow Us

লখনউ: অযোধ্যায় রামলালার (Ram Lala) প্রাণ প্রতিষ্ঠা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) হাত ধরে। রাম মন্দিরের উদ্বোধন ঘিরে গোটা দেশে উৎসবের মেজাজ। একইসঙ্গে ফুলে ফেঁপে উঠছে ছোট ছোট ব্যবসাও। রাম মন্দির (Ayodhya Ram Mandir) উদ্বোধন ঘিরে দেশবাসীর মধ্যে যে উন্মাদনা, তাতে রামের ছবি, মূর্তি… এসবও প্রচুর বিক্রি হচ্ছে। তাতে লক্ষ্মীলাভ হচ্ছে ছোট ছোট ব্যবসায়ী ও দোকানিদেরও। সামান্য একটি উদাহরণ দেখলেই গোটা দেশের পরিসংখ্যানটা বুঝতে পারবেন। যেমন লখনউ শহরে শুধুমাত্র রামের লকেট বিক্রি হয়েছে এক কোটি টাকারও বেশি। এমনকী রামের সোনা ও হীরে খচিত লকেটও বিক্রি হচ্ছে।

পাওয়া যাচ্ছে রাম মন্দির অঙ্কিত বিশেষ সোনার আংটিও। রামের ছবি সহ রুপোর কয়েনও বিক্রি হচ্ছে লখনউয়ের বাজারে। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত শুধু লখনউতেই ৩৫ কেজির বেশি এমন রুপোর কয়েন বিক্রি হয়েছে। আর সোনার কয়েন বিক্রি হয়েছে প্রায় এক কেজি। জানা যাচ্ছে, রুপোর কয়েকগুলি এক একটির দাম প্রায় ৮৫০ টাকার আশপাশে ঘুরছে আর সোনার কয়েনগুলির দাম ঘুরছে ৬৫ হাজারের আশপাশে।

লখনউয়ের সোনা-রুপো ব্যবসায়ী সংগঠনের তরফে আদিশ জৈনও বেশ উচ্ছ্বসিত বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে। তাঁর কথায়, গোটা দেশে রামলালাকে নিয়ে উৎসাহ, উদ্দীপনা রয়েছে। ভগবান রামের দর্শন পাওয়ার জন্য সবাই উদগ্রীব হয়ে আছেন। আর তার প্রভাব পড়েছে গহনার ব্যবসাতেও। গয়নার দোকানগুলিতেই রামের লকেট, আংটির চাহিদা ক্রমেই বাড়়ছে। এছাড়া রাম মন্দির খচিত সোনা ও রুপোর কয়েন, ফটো ফ্রেমও ভীষণ বিক্রি হচ্ছে লখনউয়ের বাজারে।

Next Article