নয়া দিল্লি: ব্রোঞ্জ জিতেও দেশের ‘গোল্ডেন গার্ল’ এখন মনু ভাকের (Manu Bhaker)। প্যারিস অলিম্পিক (Paris Olympic) থেকে দু-দুটি পদক অর্জন করে দেশের নাম উজ্জ্বল করেছেন মনু। শুটিংয়ে পদকে ১২ বছরের খরা কাটিয়েছেন হরিয়ানার মেয়ে। ২২ বছরের মনুতে এখন মন্ত্রমুগ্ধ গোটা দেশ। আর অলিম্পিকে পদক জিততেই ভাগ্য বদল। জোড়া পদকের দৌলতেই দেশের মুখ হয়ে উঠছেন মনু। তাঁকে দিয়ে বিজ্ঞাপন করাতে মরিয়া বড় বড় সংস্থা।
কোটিপতি আগেই ছিলেন মনু। বিভিন্ন টুর্নামেন্ট ও ব্রান্ড স্পনসরশিপের দৌলতে মাত্র ২২ বছর বয়সেই মনু ভাকেরের সম্পত্তির পরিমাণ আনুমানিক ১২ কোটি টাকা। এবার আরও সম্পত্তি বাড়তে চলেছে মনুর। প্রতিদিনই তাঁর কাছে আসছে বিজ্ঞাপনের প্রস্তাব। জানা গিয়েছে, অলিম্পিকে পদক জয়ের পরই ৪০টি ব্রান্ডের কাছ থেকে বিজ্ঞাপনের প্রস্তাব পেয়েছেন মনু ভাকের। অলিম্পিকে তৃতীয় পদক অর্জনের লক্ষ্যেই আপাতত স্থির মনু, তবে তাঁর এজেন্সি ইতিমধ্যেই বেশ কিছু বিজ্ঞাপনের প্রজেক্টে সই করেছে।
অলিম্পিকে পদক জেতার পর শুধু মানই নয়, দরও বেড়েছে মনুর। আগে যেখানে বিজ্ঞাপন পিছু ২০ থেকে ২৫ লক্ষ টাকা নিতেন, এখন তাঁর ফি ৬-৭ গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী, এখন বিজ্ঞাপন পিছু দেড় কোটি টাকা চার্জ নিচ্ছেন মনু।
আইওএস স্পোর্টস অ্য়ান্ড এনটারটেইনমেন্ট, যে সংস্থা মনু ভাকেরের ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে, সেই সংস্থার সিইও তথা ম্যানেজিং ডিরেক্টর নীরব তোমার বলেন, “বিগত ২-৩ দিনেই ৪০টি বিজ্ঞাপনের প্রস্তাব এসেছে। আপাতত আমরা দীর্ঘমেয়াদী চুক্তির দিকেই নজর দিচ্ছি। কয়েকটি চুক্তিও স্বাক্ষর করা হয়েছে।”
তিনি আরও বলেন, “পদক জয়ের পর স্বাভাবিকভাবেই ওঁর (মনু) ব্রান্ড ভ্যালু ৫-৬ গুণ বেড়ে গিয়েছে। আগে ২০-২৫ লক্ষ টাকা নেওয়া হত, এখন বিজ্ঞাপন পিছু দেড় কোটি টাকা চার্জ নেওয়া হচ্ছে। এক বছরের চুক্তির জন্য এই চার্জ নেওয়া হচ্ছে।”