AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bank Merger: এই ৪টি ব্যাঙ্কের অস্তিত্বই থাকবে না আর, লাখ লাখ গ্রাহকদের জমা টাকার কী হবে?

Banking News: নীতি আয়োগ আগেই পরামর্শ দিয়েছিল ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মতো ছোট পাবলিক সেক্টর ব্যাঙ্কের বেসরকারিকরণ বা পুনর্গঠন করা হোক। এসবিআই, পিএনবি, ব্যাঙ্ক অব বরোদা, কানাড়া ব্য়াঙ্ক ইতিমধ্যেই সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। বাকি পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির বেসরকারিকরণ করা হতে পারে।

Bank Merger: এই ৪টি ব্যাঙ্কের অস্তিত্বই থাকবে না আর, লাখ লাখ গ্রাহকদের জমা টাকার কী হবে?
কোন কোন ব্যাঙ্ক মিলে যাবে?Image Credit: PTI
| Updated on: Oct 18, 2025 | 3:00 PM
Share

নয়া দিল্লি: বদলে যেতে পারে দেশের সম্পূর্ণ ব্য়াঙ্কিং সিস্টেম। কেন্দ্রীয় সরকারের বড় পরিকল্পনা, ছোট ছোট ব্যাঙ্কগুলিকে বড় ব্যাঙ্কের সঙ্গে মিলিয়ে দেওয়া হতে পারে। এমনটাই শোনা যাচ্ছে। শীঘ্রই এই সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার।

মানিকন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী, রাজ্যের মালিকানাধীন ছোট ব্যাঙ্কগুলিকে বড় ব্যাঙ্কের সঙ্গে মিলিয়ে দেওয়া হতে পারে।  কোন কোন ব্যাঙ্ক একসঙ্গে মার্জ করে দেওয়া হতে পারে? ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (IOB), সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া (CBI), ব্য়াঙ্ক অব ইন্ডিয়া (BOI) ও ব্যাঙ্ক অব মহারাষ্ট্র (BOM)-কে বড় ব্যাঙ্কের সঙ্গে মিলিয়ে দেওয়া হতে পারে।

শোনা যাচ্ছে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্য়াঙ্ক অব বরোদা ও স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মতো বড় ব্যাঙ্কের সঙ্গে এই ব্যাঙ্কগুলি মিলিয়ে দেওয়া হতে পারে। প্রধানমন্ত্রীর দফতর থেকে এই প্রস্তাব পর্যালোচনার পর ক্যাবিনেট স্তরে এই নিয়ে আলোচনা শুরু হবে।

নীতি আয়োগ আগেই পরামর্শ দিয়েছিল ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মতো ছোট পাবলিক সেক্টর ব্যাঙ্কের বেসরকারিকরণ বা পুনর্গঠন করা হোক। এসবিআই, পিএনবি, ব্যাঙ্ক অব বরোদা, কানাড়া ব্য়াঙ্ক ইতিমধ্যেই সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। বাকি পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির বেসরকারিকরণ করা হতে পারে কিংবা এই সমস্ত ব্য়াঙ্কে সরকারের অংশীদারিত্ব কমানো হতে পারে।

এর আগে ২০২০ সালে সরকার ১০টি ছোট পাবলিক সেক্টর ব্যাঙ্ক-কে  ৪টি ব্যাঙ্ক মিলিত বা মার্জার করেছিল।  পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে মিলে গিয়েছিল ওরিয়েন্ট ব্যাঙ্ক অব কমার্স ও ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়া।  কানাড়া ব্যাঙ্কে মিলিয়ে দেওয়া হয়েছিল সিন্ডিকেট ব্যাঙ্ক। অন্ধ্র ব্যাঙ্ক ও কর্পোরেশন  ব্যাঙ্ক ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় মিশে গিয়েছিল। এলাদাবাদ ব্যাঙ্ক-কে মিলিয়ে দেওয়া হয়েছিল ইন্ডিয়ান ব্যাঙ্কে।