সান ফ্রান্সিসকো: দিনের একটা বড় অংশই আমাদের কেটে যায় ফেসবুক (Facebook) সার্ফ করতেই। বন্ধু-বান্ধবদের জীবনের আপডেট থেকে শুরু করে দেশ-বিদেশের খুটিনাটি খবর, চাকরির সন্ধান- যাবতীয় তথ্যকেই এক প্ল্যাটফর্মে এনেছে ফেসবুক। সেই কারণেই ১৬ থেকে ৬০-সকলেরই পছন্দ ফেসবুক। বিশ্ব জুড়ে এত জনপ্রিয়তা, এত ব্যবহারের ফলে স্বাভাবিকভাবেই ফেসবুকে কর্মসংস্থানের সুযোগও রয়েছে প্রচুর। তবে এ বছর চাকরিপ্রার্থী, বিশেষ করে ইঞ্জিনিয়ারদের জন্য রয়েছে দুঃখের খবর শুনিয়েছে ফেসবুকের মালিক মেটা (Meta) প্ল্যাটফর্ম। এই সংস্থার তরফে জানানো হয়েছে যে চলতি বছরে তারা নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম ৩০ শতাংশ কাটছাঁট করতে চলেছে। চলতি সপ্তাহেই মেটা সংস্থার সিইও মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) এই ঘোষণা করেছেন।
সংস্থার সিইও-র মুখেই কর্মী নিয়োগ হ্রাস করার কথা শুনে আতঙ্কিত হয়ে পড়েছেন সংস্থায় বর্তমানে কর্মরতরা। জুকারবার্গ নিজেও সতর্কবার্তা দিয়ে বলেছেন যে, সামনে চরম আর্থিক সঙ্কট আসতে চলেছে। তিনি বলেন, “যদি আমাকে বাজি ধরতে হয়, তবে বলব যে সাম্প্রতিককালে আমরা সবথেকে খারাপ আর্থিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। গোটা বিশ্বেরই আর্থিক পরিস্থিতির অবনতি হয়েছে।”
মেটা সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২২ সালে তারা ৬ থেকে ৭ হাজার ইঞ্জিনিয়ার নিয়োগের কথা ভাবছে। আগে পরিকল্পনা ছিল ১০ হাজার কর্মী নিয়োগের। কিন্তু আর্থিক মন্দা ও অগ্রগতি ধীর হওয়ায় সেই পরিকল্পনায় কাঁচি চালাতে হয়েছে।