Meta: টুইটারে মিটল পালা, ‘মেটা’র হল শুরু! বুধবারের মধ্যেই চাকরি খোয়াতে পারেন কয়েক হাজার কর্মী

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 08, 2022 | 8:30 AM

Meta Job Cut: গত অক্টোবর মাসেই মেটা সংস্থার তরফে জানানো হয়েছিল, প্রায় অর্ধেক ট্রিলিয়ন ডলার আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে সংস্থাকে।

Meta: টুইটারে মিটল পালা, মেটার হল শুরু! বুধবারের মধ্যেই চাকরি খোয়াতে পারেন কয়েক হাজার কর্মী
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: একের পর এক বড় তথ্য প্রযুক্তি সংস্থায় ঘনিয়ে আসছে আঁধার। টুইটার (Twitter) সংস্থার পর এবার ফেসবুকের কর্ণধার সংস্থা মেটা (Meta) প্ল্যাটফর্মেও কর্মী ছাঁটাইয়ের (Job Cut) পরিকল্পনা করা হচ্ছে। চলতি সপ্তাহেই বড় মাপে কর্মী ছাঁটাই করা হতে পারে মেটা সংস্থায়, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। এরফলে হাজার হাজার কর্মীরা প্রভাবিত হবেন বলেই মনে করা হচ্ছে। সম্প্রতিই ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিলেন।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকের কর্ণধার সংস্থা মেটা প্ল্যাটফর্মেও এবার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। আগামী বুধবারের মধ্য়েই এই ঘোষণা করা হতে পারে। কমপক্ষে কয়েক হাজার কর্মী চাকরি খোয়াতে পারেন বলে জল্পনা। যদিও মেটার তরফে এই বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করা হয়েছে।

গত অক্টোবর মাসেই মেটা সংস্থার তরফে জানানো হয়েছিল, প্রায় অর্ধেক ট্রিলিয়ন ডলার আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে সংস্থাকে। আগামী বছরও এর প্রভাব থেকে যাবে, কমপক্ষে ৬৭ বিলিয়ন ডলার (৬৭০০ কোটি ডলার) আর্থিক ক্ষতি হতে পারে। বিশ্বজুড়ে যে আর্থিক মন্দা দেখা দিয়েছে, তার জেরে মেটার ব্যবসায় ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া টিকটকের মতো সংস্থার সঙ্গে প্রতিযোগিতা বাড়ায় ও অ্যাপেলের প্রাইভেসি নীতিতে বদল আনায় মেটাভার্সের খরচ ও নীতি নিয়েও উদ্বেগ বেড়েছেয

মেটা সংস্থার চিফ এগজেকিউটিভ মার্ক জুকারবার্গও কয়েক মাস আগে জানিয়েছিলেন, সংস্থায় আপাতত নিয়োগ বন্ধ রাখা হচ্ছে। একাধিক প্রকল্পের কাজও বন্ধ হয়ে যায়, বিভিন্ন দফতরে বদল আনা হয় খরচ কমাতে। গত অক্টোবরে জুকারবার্গ বলেছিলেন, “২০২৩ সালের জন্য আমাদের লক্ষ্য হল নির্দিষ্ট সংখ্যক কিছু ক্ষেত্রেই বিনিয়োগ করা হবে। কিছু টিমে বদল আসবে, কোথাও কর্মী সংখ্য়া বাড়বে, কোথাও কর্মী সংখ্যা কমানো হবে।”

তার আগে গত জুন মাসেও ইঞ্জিনিয়ার নিয়োগ কমপক্ষে ৩০ শতাংশ কমিয়ে দেওয়া হয়। সেই সময়ও জুকারবার্গ কর্মীদের আর্থিক মন্দা নিয়ে সতর্ক করেছিলেন।

Next Article