AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Metro In India: মেট্রোর দিক দিয়ে ভারত কোন কোন দেশের চেয়ে এগিয়ে জানেন?

Metro Railways: প্রায় ৩৫৩ কিলোমিটার মেট্রো লাইন রয়েছে দিল্লিতেই। উল্লেখ্য, পৃথিবীর প্রথম মেট্রো চলে ১৮৬৩ সালে, লন্ডনে। আর তার ঠিক ১২১ বছর পর ১৯৮৪ সালে কলকাতায় চলে ভারতের প্রথম মেট্রো।

Metro In India: মেট্রোর দিক দিয়ে ভারত কোন কোন দেশের চেয়ে এগিয়ে জানেন?
| Updated on: Oct 18, 2025 | 12:55 AM
Share

বর্তমান যুগে শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে সবচেয়ে সহজ আর দ্রুত যাতায়াতের মাধ্যম হল মেট্রো রেল। মেট্রো না থাকলে যে কী কষ্ট পোহাতে হয় তা কলকাতার মানুষ খুব ভালই জানে। কিন্তু আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় মেট্রো নেটওয়ার্ক রয়েছে কোন দেশে? আর সেই তালিকায় ভারতের স্থান কোথায় জানেন?

বিশ্বের মেট্রো রেলের তালিকাটাকে দেশ অনুযায়ী ভাগ করে, দূরত্ব অনুযায়ী ক্রমান্বয়ে সাজালে ভারতের মেট্রো নেটওয়ার্ক আসে তিন নম্বর স্থানে। এই লিস্টের একেবারে উপরে রয়েছে চিন। সে দেশে রয়েছে ১০ হাজার ৮০১ কিলোমিটার দীর্ঘ মেট্রো লাইন। চিনের মোট ৪৭টি শহরে রয়েছে মেট্রো। এই তালিকায় দ্বিতীয় আমেরিকা। আমেরিকায় রয়েছে প্রায় ১৩৮৯ কিলোমিটার মেট্রো। আর তারপরই রয়েছে আমাদের দেশ।

এই লিস্টে তিনে থাকা ভারতে রয়েছে ১ হাজার ৩৫ কিলোমিটারের মেট্রো লাইন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রায় ৩৫৩ কিলোমিটার মেট্রো লাইন রয়েছে দিল্লিতেই। উল্লেখ্য, পৃথিবীর প্রথম মেট্রো চলে ১৮৬৩ সালে, লন্ডনে। আর তার ঠিক ১২১ বছর পর ১৯৮৪ সালে কলকাতায় চলে ভারতের প্রথম মেট্রো। আমাদের সাধের কলকাতায় এখন ৭৩ কিলোমিটার দীর্ঘ লাইন রয়েছে।

এই তালিকায় আমাদের দেশের ঠিক পরই রয়েচজে জাপান। সে দেশের রয়েছে প্রায় ৯০০ কিলোমিটার মেট্রো লাইন। তারপর ৭৬০ কিলোমিটার মেট্রো লাইন নিয়ে পঙচম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। তালিকায় ষষ্ঠ রাশিয়ায় রয়েছে মোত ৭৩০ কিলোমিটার মেট্রো লাইন।

আজকের দিনে, মেট্রো যে কোনও শহরের উন্নতির কথা বলে। একদিকে যেমন পৃথিবীর পুরনো মেট্রোগুলোয় প্রয়োজনীয় প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বর্তমানেও ব্যবহার করা হচ্ছে, তেমনই নতুন মেট্রোও তৈরি করা হচ্ছে। আর এই ভাবেই ক্রমশ এগিয়ে চলেছে আমাদের পৃথিবী।