MSP Hike: কৃষকদের দীপাবলির উপহার, গম-সরিষা-সহ MSP বাড়ল ৬ রবি শস্য়ের

Minimum Support Price Hiked For 6 Rabi Crops: কৃষকদের উৎপাদন ও আয় বাড়াতে, মঙ্গলবার (১৮ অক্টোবর), ছয়টি রবি শস্য়ের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি (Minimum Support Price) বাড়ালো কেন্দ্রীয় সরকার।

MSP Hike: কৃষকদের দীপাবলির উপহার, গম-সরিষা-সহ MSP বাড়ল ৬ রবি শস্য়ের
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2022 | 5:15 PM

নয়া দিল্লি: দীপাবলির আগে কৃষকদের বড় উপহার দিল কেন্দ্রীয় সরকার। কৃষকদের উৎপাদন ও আয় বাড়াতে, মঙ্গলবার (১৮ অক্টোবর), ছয়টি রবি শস্য়ের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি (Minimum Support Price) বাড়ালো কেন্দ্রীয় সরকার।এদিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটির এক বৈঠক হয়। এই বৈঠকেই এমএসপি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কৃষকদের থেকে ফসল কেনার জন্য সরকারের পক্ষ থেকে যে মূল্য দেওয়া হয়, তাকেই ন্যূনতম সহায়ক মূল্য বলে। বর্তমানে ২৩টি রবি ও খরিফ শস্যের এমএসপি নির্ধারণ করে সরকার। সাধারণভাবে অক্টোবর মাসে গ্রীষ্মকালীন ফসল বা খরিফ শস্য কাটার পরই, রবি শস্য অর্থাৎ শীতকালীন ফসল বপন করা হয়। যার অন্যতম দুটি প্রধান শস্য হল গম এবং সড়িষা। মন্ত্রিসভার বৈঠকের পর, কেন্দ্রীয় তথ্যমন্ত্রী অনুরাগ ঠাকুর এমেসপি বৃদ্ধির ঘোষণা করেন। অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটি এদিন, ২০২২-২৩ উৎপাদন মরসুম (জুলাই থেকে জুন মাস পর্যন্ত) এবং ২০২৩-২৪ বিপণন মরসুমের জন্য ছয়টি রবি শস্যের এমএসপি বৃদ্ধির অনুমোদন দিয়েছে।

২০২১-২২ আর্থিক বছরে প্রতি কুইন্টাল গমের দাম ছিল ২,০১৫ টাকা। মন্ত্রিসভার অনুমান, গম উৎপাদনের খরচ কুইন্টাল প্রতি ১,০৬৫ হবে। গমের এসএসপি ১১০ টাকা বাড়ানো হয়েছে। ফলে চলতি আর্থিক বছরে প্রতি কুইন্টাল গমের দাম হচ্ছে ২,১২৫ টাকা। কিন্তু, গমের দাম বর্তমানে এই বর্ধিত এমএসপির থেকেও অনেক বেশি। কাজেই কৃষকরা তাদের পণ্য সরকারকে বিক্রয় করতে আগ্রহী হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। চলতি বছরে, এমএসপির থেকে বাজারের গমের দাম অনেক বেশি হওয়ায়, কৃষকরা তাদের বেশিরভাগ পণ্য বেসরকারি সংস্থাগুলির কাছেই বিক্রি করেছে। ফলে সরকারি সংগ্রহ, গত বছরের তুলনায় প্রায় ৫৭ শতাংশ কমে গিয়েছে।

গমের মতোই সরিষার দাম কুইন্টাল প্রতি ৪০০ টাকা বেড়ে ৫,৪৫০ হল। এছাড়া, বার্লি, ছোলা, মসুর ডাল, সূর্যমুখী ফুলের বীজের দাম যথাক্রমে ১০০, ১০৫, ৫০০ এবং ২০৯ টাকা বাড়ানো হয়েছে।