Chinese App Ban: ৫৪টি অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করল মোদী সরকার, নতুন নিষেধাজ্ঞায় রয়েছে চিনা অ্যাপসও

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Feb 14, 2022 | 5:49 PM

Chinese App Ban: রিপোর্ট অনুযায়ী, নিষিদ্ধ অ্যাপের নতুন তালিকায় বেশিরভাগ সেই অ্যাপগুলির ক্লোন সামিল রয়েছে, যা ২০২০ থেকে ভারতে আগে থেকেই নিষিদ্ধ ছিল। আরও ৫০টি নিষিদ্ধ অ্যাপের সঙ্গে, মোট অ্যাপের তালিকা যা ভারত দ্বারা নিষিদ্ধ, তার সংখ্যা ৩২০র কাছাকাছি পৌঁছতে পারে।

Chinese App Ban: ৫৪টি অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করল মোদী সরকার, নতুন নিষেধাজ্ঞায় রয়েছে চিনা অ্যাপসও
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: ভারত সরকার আরও ৫৪টি মোবাইল অ্যাপের (Mobile App) উপর নিষেধাজ্ঞা জারি করেছে। নতুন এই নিষেধাজ্ঞায় চিনা অ্যাপসও (Chinese Apps) রয়েছে। ভারতের সুরক্ষা, সার্বোভৌমত্ব, আর অখণ্ডতার বিপদকে কারণ দেখিয়ে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নতুন এই নিষেধাজ্ঞায় আগের অ্যাপগুলিও রয়েছে, কিন্তু সেগুলি ক্লোন হিসেবে আবারও সামনে এসেছে। ২০২০ সালের পর থেকে মোট ২৭০টি অ্যাপের উপরর নিষেধাজ্ঞা জারি করার পর ২০২২ এ সরকার দ্বারা ব্যান করা অ্যাপসের এটি প্রথম লট। ইটি নাউয়ের একটি রিপোর্টের উল্লেখ করে নিউজ ১৮ জানিয়েছে যে সরকার দ্বারা আরও ৫০টি অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আইটি আইনের ৬৯এ ধারার অধীনে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, গরেনা ফ্রি ফায়ার নামে একটি জনপ্রিয় স্মার্টফোন গেম প্রথমে গুগল প্লে স্টোর আর অ্যাপেল অ্যাপ স্টোর থেকে গায়েব হয়ে গিয়েছিল, আর মনে করা হচ্ছে যে এই গেম ভারতে নিষিদ্ধ অ্যাপসের নতুন তালিকায় সামিল হতে পারে।

নিষিদ্ধ অ্যাপের ক্লোনের উপর নিষেধাজ্ঞা

তবে রিপোর্ট অনুযায়ী, নিষিদ্ধ অ্যাপের নতুন তালিকায় বেশিরভাগ সেই অ্যাপগুলির ক্লোন সামিল রয়েছে, যা ২০২০ থেকে ভারতে আগে থেকেই নিষিদ্ধ ছিল। আরও ৫০টি নিষিদ্ধ অ্যাপের সঙ্গে, মোট অ্যাপের তালিকা যা ভারত দ্বারা নিষিদ্ধ, তার সংখ্যা ৩২০র কাছাকাছি পৌঁছতে পারে।

ভারতে আগে থেকেই এই অ্যাপ নিষিদ্ধ

ভারত সরকার এর আগে টিকটক আর পাবজি মোবাইল সমেত বেশকিছু জনপ্রিয় অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। যদিও PUBG মোবাইল কোনোভাবে ভারতে ফিরে এসেছে, ক্রাফটন একটি নতুন অফিস তৈরি করেছে আর নিজের চিনা অংশীদারদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। তবে টিটটক ততটাও ভাগ্যবান ছিল না আর এখনও দেশে নিষিদ্ধ রয়েছে। রিপোর্ট অনুযায়ী, নিষিদ্ধ অ্যাপগুলির নতুন তালিকায় কিছু চিনা অ্যাপের ক্লোন সামিল রয়েছে।

২০২০তে সবার আগে ৫৯টি অ্যাপ হয়েছিল নিষিদ্ধ

২০২০ সালে লাদাখে এলওসির উপর ভারত আর চিনের মধ্যে উত্তেজনা যখন চরমে ওঠে তো সবার প্রথম টিকটক সহ ৫৯টি চিনা অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ভারত টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ার ইট, হেলো, লাইকি, উই চ্যাট, বিউটি প্লাসের মতো জনপ্রিয় অ্যাপ নিষিদ্ধ করেছিল। এরপর সরকার ৪৭টি মোবাইল অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল যার মধ্যে বেশিরভাগ ছিল আগে থেকে নিষিদ্ধ অ্যাপের ক্লোন অথবা তার সঙ্গে সাদৃশ্যগত অ্যাপ। এরপর সেপ্টেম্বর ২০২১ এ ভারত আরও ১১৮টি মোবাইল অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল যার মধ্যে জনপ্রিয় গেমিং অ্যাপ পাবজিও শামিল ছিল। পাবজি ছাড়াও লিভাক, উই চ্যাট ওয়ার্ক, উই চ্যাট রিডিং, ক্যারম ফ্রেন্ডস, ক্যামকার্ডের মতো অ্যাপের উপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে।

আরও পড়ুন: Biggest Bank Fraud: দেশের এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্যাঙ্ক প্রতারণা, ২৮টি ব্যাঙ্কের ২২৮৪২ কোটি উধাও

Next Article