নয়া দিল্লি: মূলত দুধ বিক্রির জন্যই জনপ্রিয়তা রয়েছে মাদার ডেয়ারি। পরবর্তীতে আইস ক্রিম, ক্রিম, ঘি-এর মতো দুগ্ধজাত পণ্যও বাজারে এনেছে তারা। তবে এবার আর সেই সব পণ্যেই সীমাবদ্ধ থাকতে চাইছে না মাদার ডেয়ারি। আরও পণ্যের পসরা সাজাচ্ছে এই সংস্থা।
জানা গিয়েছেন, ন্যাশনাল কো-অপারেটিভ অর্গানিকস লিমিটেড (এনসিওএল) এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে মাদার ডেয়ারি। জৈব পণ্য বিক্রি করার জন্য এই চুক্তি হয়েছে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার সংস্থার তরফে জানানো হয়েছে, দিল্লি-এনসিআর-এ আপাতত এই পণ্যগুলি বিক্রি করা হবে। পরবর্তীতে অন্যান্য জায়গাতেও পাঠানো হবে।
এই চুক্তি অনুযায়ী মাদার ডেয়ারি বর্তমানে শুধুমাত্র জৈব গুড় ও আটা বিক্রি করবে। মাদার ডেয়ারি তার নেটওয়ার্কের মাধ্যমে এনসিআর-এ ‘ভারত’ ব্র্যান্ডের অর্গানিক পণ্য সরবরাহ করবে। মূলত ভারত অর্গানিক ময়দা এবং ভারত জৈব গুড় বিক্রি শুরু করবে এই সংস্থা।
‘মাদার ডেয়ারি’র ম্যানেজিং ডিরেক্টর মনীশ বন্দলিশ জানিয়েছেন যে এই অংশীদারিত্বের মাধ্যমে মাদার ডেয়ারির লক্ষ্য হল একটি সুস্থ ভারত তৈরি করা। সস্তা এবং সাশ্রয়ী মূল্যে ভাল পণ্য সরবরাহ করা হবে বলে জানিয়েছেন তিনি।
মাদার ডেয়ারির সঙ্গে চুক্তি স্বাক্ষর করার পরে, এনসিওএল প্রধান জানিয়েছিলেন যে আটা এবং গুড় বিক্রি করা শুরু হচ্ছে। এভাবেই বিভিন্ন ধরনের জৈব পণ্য সরবরাহ করা হবে। ভারত অর্গানিকস গুড় এবং ময়দা বিক্রি হবে ৩০০টি দোকানে। এর আগে মাদার ডেয়ারি ধারা ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে ফল ও সবজিও বিক্রি করেছে।