জামনগর: দেশের সবথেকে ধনী ব্যক্তি তো বটেই, বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিদের তালিকাতেও প্রথম দশে থাকে তাঁর নাম। কথা হচ্ছে ব্যবসায়ী মুকেশ অম্বানীর। তাঁর বাড়িতে এখন খুশির হাওয়া। বিয়ে করছেন অম্বানীর ছোট ছেলে অনন্ত। আগামী ৩ মার্চ রাধিকা মার্চেন্টের সঙ্গে বিয়ে অনন্তের। ইতিমধ্যেই গুজরাটের জামনগরে প্রি-ওয়েডিং অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। অম্বানীর ছেলের বিয়েতে পারফর্ম করতে এসেছেন মার্কিন পপ সিঙ্গার রিহানা। থাকছেন বলিউডের সমস্ত তারকা থেকে বিশ্বের বড় বড় ব্যবসায়ীরাও। আর ছেলের বিয়ে দিয়েই রেকর্ড গড়তে চলেছেন মুকেশ অম্বানী। ভারতের সবথেকে দামী বিয়ে হতে চলেছে অনন্ত অম্বানী-রাধিকা মার্চেন্টের বিয়ে।
অম্বানী পরিবারের ছোট ছেলের বিয়েতে চাঁদের হাট বসতে চলেছে। পপস্টার রিহানা থেকে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, বিল গেটস থেকে শুরু করে শাহরুখ খান, সলমন খান, আলিয়া ভাট, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, অরিজিৎ সিং সহ দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
১ থেকে ৩ মার্চ হতে চলেছে অনন্ত অম্বানী-রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠান। এই তিনদিনের অনুষ্ঠানেই খরচ হতে চলেছে ১ হাজার কোটি টাকা। বিয়ের খরচ আলাদা। এটাই দেশের সবথেকে ব্যয়বহুল বিয়ে হতে চলেছে।
এর আগেও এই রেকর্ড অম্বানী পরিবারেরই ছিল। ২০১৮ সালে তাঁর মেয়ে ইশা অম্বানীর বিয়েতে মুকেশ অম্বানী খরচ করেছিলেন ৭০০ কোটি টাকা। বিয়েতে ৯০ কোটি টাকার লেহেঙ্গা পরে বিশ্বরেকর্ড গড়েছিলেন ইশা। যেখানে দীপিকা পাডুকোন, অনুষ্কা শর্মার বিয়ের মোট খরচই ছিল ৯০ থেকে ৯৫ কোটি টাকা। ইশার বিয়ের রেকর্ড এবার ভাঙতে চলেছেন তাঁর জমজ ভাই অনন্ত।
জানা গিয়েছে, অনন্ত অম্বানীর বিয়েতে বিপুল খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছে। আনানো হয়েছে পাঁচতারা হোটেলের ৬৫ জন শেফকে। মোট ২৫০০ ধরনের পদ পরিবেশন করা হবে। প্রাতঃরাশেই পাঁচ ধরনের অপশন থাকছে। ডিনে পরিবেশন করা হবে ২২৫ পদ। মধ্য রাতে খিদে পেলেও অতিথিদের কাছে থাকবে ৮৫ ধরনের খাবারের অপশন।