বেঙ্গালুরু: শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মুথাইয়া মুরলিধরনের নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। বিশ্ব ক্রিকেটকে ‘দুসরা’ উপহার দিয়েছিলেন তিনি। একমাত্র টেস্ট ক্রিকেটার, যাঁর ঝুলিতে ৮০০ উইকেট আছে। এবার এক নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি। তবে ক্রিকেট মাঠে নয়। এবার ব্যবসায় নামছেন মুরলি। তাও আবার ভারতের মাটিতে। ব্যবসা জহতে অভিষেকের জন্য তিনি বেছে নিয়েছেন ভারতের কর্নাটক রাজ্য। এই রাজ্যেই একটি সফট ড্রিঙ্ক, অর্থাৎ, কোমল পানিয়ের কারখানা স্থাপন করতে চলেছেন তিনি। এর জন্য প্রায় ১,৪০০ কোটি টাকা বিনিয়োগ করবেন এই প্রাক্তন অফস্পিনার। আগামী বছরের শুরুতেই এই কারখানা থেকে উৎপাদন শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
কর্নাটকের চামরাজানগর জেলায় এই কোমল পানীয় এবং স্ন্যাক্স-এর কারখানা তৈরি হবে। কয়েকটি ধাপে তৈরি হবে এই কারখানা। এই বিষয়ে শ্রীলঙ্কান স্পিনার এখনও পর্যন্ত মুখ খোলেননি। তবে, তিনি যে কর্নাটকে বিনিয়োগের করতে চলেছেন, সেই বিষয়টি জানিয়েছেন রাজ্যের ভারী ও মাঝারি শিল্পমন্ত্রী এমবি পাতিল। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই মুথাইয়া মুরলিধরনের সঙ্গে এই বিনিয়োগের বিষয়ে তাঁর একটি বৈঠক হয়েছে। বিভিন্ন পর্যায়ে রাজ্যে বিনিয়োগ করতে রাজি হয়েছেন মুরলিধরন। এমবি পাতিলের কার্যালয় থেকে জানানো হয়েছে, শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটারের সংস্থার নাম, ‘মুথাইয়া বেভারেজ অ্যান্ড কনফেকশনারিজ’। এই সংস্থারই একটি কারখানাটি স্থাপন করা হবে কর্নাটকে। তবে, মুরলিধরনের সংস্থা ভারতে শুধু কোমল পানীয় ও স্ন্যাক্স তৈরি করবে, নাকি ভারতের বাজারে সেগুলি বিক্রিও করা হবে, তা এখনও স্পষ্ট নয়।
কর্নাটকের ভারী ও মাঝারি শিল্প মন্ত্রী আরও জানিয়েছেন, এই কারখানা তৈরির জন্য মুথাইয়া মরলিধরনের সংস্থাকে এই কারখানা প্রকল্পের জন্য জমি দিতে, কর্নাটক সরকার ইতিমধ্যেই ৪৬ একর জমি চিহ্নিত করেছে। ওই জমি সংস্থাকে বরাদ্দও করা হয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকেই এই কারখানায় উৎপাদন শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই কারখানা স্থাপনের পর, কর্নাটকের আরও এক বড় শিল্পকেন্দ্র, ধারওয়াড়েও আরেকটি কারখানা স্থাপন করতে পারে ‘মুথাইয়া বেভারেজ অ্যান্ড কনফেকশনারিজ’।
শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য হলেও, মুথাইয়া মুরলিধরন ভারতের জামাইও বটে। তাঁর স্ত্রী মাধিমালার রামমূর্তি চেন্নাইয়ের মেয়ে। তাই ভারতের সঙ্গে মুথাইয়া মুরলিধরনের ঘনিষ্ঠ যোগ রয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও চুটিয়ে খেলেছেন। এখনও তিনি সানরাইজার্স হায়দরাবাদ দলের সঙ্গে যুক্ত আছেন। ২০১৫ সাল থেকে এই আইপিএল দলের বোলিং কোচের পদে আছেন তিনি।