Nano Banana Magic: একটা ছবি থেকে মুহূর্তেই 3D মূর্তি, শাড়ি পরা আটের দশকের রেট্রো ছবি! কীভাবে হচ্ছে?
Google Nano Banana: এই এআই মডেল সাধারণ ছবিকে কয়েক মুহূর্তে অসাধারণ করে তুলছে। এই মুহূর্তে দুটি ট্রেন্ডকে কেন্দ্র করে এই এআই ভাইরাল হয়েছে। একটি ছবি থেকে থেকে 3D মূর্তি তৈরি ও আর একটি শাড়ি পরা আটের দশকের রেট্রো ছবি।

সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে গুগলের ইমেজ জেনারেশন এআই। এই কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলকে বলা হচ্ছে ‘ন্যানো ব্যানানা’ নামে। এই ‘ন্যানো ব্যানানা’ আসলে গুগলের জেমিনাই ২.৫ ফ্ল্যাশ ইমেজ মডেল। এই এআই মডেল সাধারণ ছবিকে কয়েক মুহূর্তে অসাধারণ করে তুলছে। এই মুহূর্তে দুটি ট্রেন্ডকে কেন্দ্র করে এই এআই ভাইরাল হয়েছে। একটি ছবি থেকে থেকে 3D মূর্তি তৈরি ও আর একটি শাড়ি পরা আটের দশকের রেট্রো ছবি।
ব্যবহারকারীরা ‘ন্যানো ব্যানানা’তে নিজেদের সাধারণ ছবি আপলোড করছেন। তারপর সেটিকে হাই-কোয়ালিটির 3D মূর্তির ছবিতে পরিণত করছেন। এর জন্য কোনও কোড বা জটিল সফটওয়্যারের প্রয়োজন নেই। শুধু একটি ভাল ছবি আর নির্দিষ্ট প্রম্পট দিলেই কৃত্রিম বুদ্ধিমত্তা আপনার মুখের গঠন, পোজ ও ত্বকের টেক্সচার বিশ্লেষণ করে 3D মডেলের ছবি তৈরি করে দিচ্ছে। এই ছবি প্রোফাইল পিকচার থেকে শুরু করে গেমিং অবতার হিসেবেও ব্যবহৃত হচ্ছে।
অন্যদিকে, ইনস্টাগ্রাম ছেয়ে গেছে ‘ভিন্টেজ শাড়ি’ ট্রেন্ডে। ‘ন্যানো ব্যানানা’ টুলের সাহায্যে সাধারণ ছবিকে আট বা নয়ের দশকের বলিউড সিনেমার পোস্টারের মতো লুক দেওয়া হচ্ছে। রেট্রো শাড়ি, সিনেম্যাটিক আলো-ছায়া ও নস্টালজিক ফিল্টার ব্যবহার করে তৈরি এই ছবিগুলি ফ্যাশন এবং প্রযুক্তির এক অনবদ্য মেলবন্ধন তৈরি করেছে।
এই এআই কম্পিউটার ভিশন ও নিউরাল রেন্ডারিং ব্যবহার করে কাজ করে। আপাতত গুগল এই ‘ন্যানো ব্যানানা’ টুলটি বিনামূল্যে ব্যবহার করতে দিচ্ছে। ‘ন্যানো ব্যানানা’ সাধারণ মানুষের হাতে নিত্য নতুন ছবি তৈরির এক দারুণ অস্ত্র তুলে দিয়েছে। যা কল্পনা আর বাস্তবতার সীমারেখা অস্পষ্ট করে দিচ্ছে।
