নয়া দিল্লি: দেশবাসীকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে ‘আয়ুষ্মান ভারত’ (Ayushman Bharat) প্রকল্প নিয়ে এসেছে নরেন্দ্র মোদী সরকার (Modi Government)। কিন্তু, অনেক জায়গাতেই এই প্রকল্পের বাস্তবায়নে অনেক সমস্যা দেখা দিয়েছে। যা নিয়ে সমালোচনাও করেছেন বিরোধীরা। তাই এবার নিম্ন মধ্যবিত্ত নাগরিকদের উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে সরকার ‘আয়ুষ্মান যোজনা-২’ (Ayushman Yojana-2) নামে একটি বিশেষ প্রকল্প আনতে চলেছে। বলা যায়, আয়ুষ্মান ভারত যোজনার দ্বিতীয় ধাপ এটি। এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশের প্রায় ৪০ কোটি মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেবে। শীঘ্রই এই প্রকল্পটি চালু করতে উদ্যত নরেন্দ্র মোদীর সরকার।
সূত্রের খবর, নীতি আয়োগ কমিশন এবং স্বাস্থ্য মন্ত্রক যৌথভাবে আয়ুষ্মান যোজনা-২ প্রকল্পের রূপরেখা তৈরির কাজ শুরু করেছে। মূলত, নিম্ন মধ্যবিত্ত নাগরিকদের সমস্ত ধরনের স্বাস্থ্য পরিষেবা দিতে উদ্যত সরকার। এছাড়াও এই প্রকল্পের উপভোক্তাদের আয়ুষ্মান ভারত-এর মতো ৫ লক্ষ টাকা পর্যন্ত হাসপাতালে চিকিৎসা পরিষেবা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
স্বাস্থ্য বিমা কোম্পানিগুলিও যাতে যুক্তিসঙ্গত খরচে সাধারণ জনগণকে চিকিত্সা প্রদানের জন্য অর্থনৈতিকভাবে কার্যকর বিশেষ প্যাকেজ নিয়ে আসে, সে ব্যাপারেও উদ্যোগী হয়েছে সরকার। এছাড়া আয়ুষ্মান যোজনা-২ প্রকল্পের সুবিধা দেওয়ার বিষয়ে ইতিমধ্যে বিমা সংস্থাগুলির সঙ্গে সরকারের একপ্রস্থ আলোচনাও হয়েছে। কিছু বেসরকারি বিমা সংস্থা সাধারণ জনগণের জন্য বিশেষ প্যাকেজ করতে প্রস্তুতও হয়েছে যদি সরকার তাদের প্রাপ্য দেওয়ার আশ্বাস দেয়। গোটা বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে বিমা সংস্থাগুলির দফা-দফায় আলোচনা চলছে। শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যাবে এবং আয়ুষ্মান যোজনা-২ খসড়া নীতিটি শীঘ্রই বিবেচনার জন্য প্রকাশ করা হবে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছিলেন। এই প্রকল্পটি মূলত নিম্ন আয়ের জনগণদের ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা প্রদান করে৷ কিন্তু, আয়ুষ্মান যোজনা-২ -এর লক্ষ্য হল মধ্যবিত্ত নিম্ন আয়ের উপার্জনকারীদের সাহায্য করা। তাই মোট জনসংখ্যার আর্থিকভাবে পিছিয়ে পড়া ৪০ শতাংশকে আয়ুষ্মান যোজনা-২ প্রকল্পের আওতায় আনতে উদ্যত কেন্দ্রীয় সরকার।