AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাজারে আসছে নয়া ১০০ ও ২০০ টাকা, বাতিল হবে পুরোনো নোট? কী বলছে RBI!

Reserve Bank Of India: আরবিআই জানিয়েছে, নতুন এই নোটে নকশার কোনও পরিবর্তন হবে না। কিন্তু বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, এই নোটগুলোয় অন্য একটা পরিবর্তন হতে চলেছে।

বাজারে আসছে নয়া ১০০ ও ২০০ টাকা, বাতিল হবে পুরোনো নোট? কী বলছে RBI!
Image Credit: Getty Images
| Updated on: Jul 01, 2025 | 1:37 PM
Share

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে খুব তাড়াতাড়ি বাজারে আসতে চলেছে ১০০ ও ২০০ টাকার নতুন নোট। মহত্মা গান্ধী সিরিজের অধীনে এই নতুন নোট জারি করতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। নতুন নোটের সঙ্গে বর্তমানে চলা নোটগুলোর কী পার্থক্য থাকবে তাও জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

আরবিআই জানিয়েছে, নতুন এই নোটে নকশার কোনও পরিবর্তন হবে না। কিন্তু বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, এই নোটগুলোয় অন্য একটা পরিবর্তন হতে চলেছে। আর এই পরিবর্তনের জন্যই নতুন এই নোট রয়েছে সাধারণ মানুষের আলোচনায়।

নতুন নোটে বদলাতে চলে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের স্বাক্ষর। নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর থাকবে এই নোটগুলোতে। নতুন গভর্নরের সই যুক্ত নোট চালু হলে কি পুরনো নোট বাতিল হয়ে যাবে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানাচ্ছে এমন গুজবে কান না দিতে। কোনও নোটই বাতিল হচ্ছে না বলেই জানিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক। আসলে কোনও নোটে গভর্নরের সই বদল অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া। প্রত্যেক গভর্নরই দায়িত্ব গ্রহণের পর তাঁর স্বাক্ষরিত ব্যাঙ্ক নোট জারি করে রিজার্ভ ব্যাঙ্ক।