AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জারি নয়া নিয়ম, ৬২ লক্ষ গাড়িতে ভরা যাবে না Petrol, Diesel! তালিকায় কি রয়েছে আপনার গাড়িও?

Petrol, Diesel Car Ban: নতুন এই জারি হয়েছে জুলাই মাসের ১ তারিখ থেকে। এই নিয়ম অনুযায়ী ১৫ বছর বা পেয়ে পুরনো পেট্রোল চালিত গাড়ি ও বাইকের ক্ষেত্রে এবং ১০ বছর বা তার বেশি পুরনো ডিজেল চালিত গাড়ি চলায় জারি হয়েছে নিষেধাজ্ঞা।

জারি নয়া নিয়ম, ৬২ লক্ষ গাড়িতে ভরা যাবে না Petrol, Diesel! তালিকায় কি রয়েছে আপনার গাড়িও?
| Updated on: Jul 04, 2025 | 7:10 AM
Share

আচ্ছা মনে করুন, আপনি সকালে অফিস যাওয়ার সময় পেট্রোল পাম্পে তেল ভরতে গেলেন, আর আপনাকে বলা হল আপনার গাড়িতে তেল ভরে দেবে না তারা। কী করবেন তখন আপনি? হ্যাঁ, এবার এমনই ঘটতে পারে। জুলাই মাসের ১ তারিখ থেকে পেট্রোল চালিত গাড়ি ও বাইক এবং ডিজেল চালিত গাড়ির জন্য চালু হয়েছে নতুন নিয়ম।

নতুন এই জারি হয়েছে জুলাই মাসের ১ তারিখ থেকে। এই নিয়ম অনুযায়ী ১৫ বছর বা পেয়ে পুরনো পেট্রোল চালিত গাড়ি ও বাইকের ক্ষেত্রে এবং ১০ বছর বা তার বেশি পুরনো ডিজেল চালিত গাড়ি চলায় জারি হয়েছে নিষেধাজ্ঞা। বায়ু দূষণ ঠেকাতে এমনই কড়া ব্যবস্থা নিয়ে দিল্লি সরকার।

২০২৪ সালের নভেম্বর মাসে প্রকাশিত সেন্টার ফল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের একটি রিপোর্ট বলছে দিল্লিতে বা জাতীয় রাজধানী অঞ্চলে গাড়ির ধোঁয়াই সবচেয়ে বেশি দূষণ করে। এর পরিমাণ প্রায় ৫১ শতাংশ। আর এই বিষয়টিকে মাথায় রেখেই নতুন এই নিষেধাজ্ঞা জারি হয়েছে দিল্লিতে।

এই রিপোর্ট থেকেই জানা গিয়েছে ২০২৫ সালের মার্চ পর্যন্ত হরিয়ানায় ২৭.৫ লক্ষ, উত্তর প্রদেশে ১২.৬৯ লক্ষ ও রাজস্থানে ৬.২ লক্ষ মেয়াদ উত্তীর্ণ যানবাহন রয়েছে। নতুন জারি করা এই নিষেধাজ্ঞা যাতে মানুষ মেনে চলে সেই কারণে দিল্লির ৯০ শতাংশের বেশি পেট্রোল পাম্পে এএনপিআর ক্যামেরা বা অটোমেটিক নাম্বার প্লেট রেকগনিশন ক্যামেরা বসানো হয়েছে। আর পুলিশের হাতে ধরা পড়লে, হতে পারে জেল বা জরিমানা। এমনকি বাজেয়াপ্ত হতে পারে গাড়িও।