SBI Rules: ২০ হাজারের বেশি ২০০০ টাকার নোট অ্যাকাউন্টে জমা করা যাবে? নয়া সার্কুলার এসবিআইয়ের
RBI সার্কুলার অনুসারে, যে কোনও ব্যক্তি তাঁর অ্যাকাউন্টে যে কোনও পরিমাণ ২০০০ টাকার নোট জমা করতে পারেন। এর কোনও সীমা নেই, নেই কোনও নিষেধাজ্ঞা।
নয়া দিল্লি: ২০০০ টাকার নোট প্রত্যাহার (Note withdraw) করে নেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। যাঁদের কাছে ২০০০ টাকার নোট রয়েছে তাঁরা ৩০ সেপ্টেম্বরের মধ্যে যে কোনও ব্যাঙ্কে গিয়ে নোট বদল করে নিতে পারেন অথবা নিজের অ্যাকাউন্টে জমা করতে পারেন। তবে তার নির্দিষ্ট ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছে SBI। একবারে ২০ হাজার মূল্য পর্যন্ত ২০০০ টাকার নোট বদল করতে সমস্যা নেই। কিন্তু, একবারে ২০ হাজার মূল্যের বেশি ২০০০ টাকার নোট অ্যাকাউন্টে জমা করতে গেলেই দিতে হবে পরিচয়পত্র এবং রিকুইজিশন স্লিপ। এমনই সার্কুলার জারি করেছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক (SBI)।
এসবিআই-এর সার্কুলার বলছে যে, কোনও ব্যক্তি যদি ব্যাঙ্কে একবারে ২ হাজার থেকে ২০ হাজার টাকার নোট নিয়ে আসেন, তাহলে তিনি সহজেই একবারে ১০টি ২০০০ টাকার নোট পরিবর্তন করতে পারবেন। এর জন্য কোনও ধরনের পরিচয় প্রমাণ এবং রিকুইজিশন স্লিপ দিতে হবে না। অন্যদিকে, ২০ হাজার মূল্যের বেশি ২০০০ টাকার নোট অ্যাকাউন্টে জমা করতে গেলেই দিতে হবে পরিচয়পত্র এবং রিকুইজিশন স্লিপ। এক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টও পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা যাবে। কিন্তু, ৫০ হাজার টাকার বেশি মূল্যের ২০০০ টাকার নোট জমা করলে প্যান কার্ড দিতে হবে।
যদিও RBI সার্কুলার অনুসারে, যে কোনও ব্যক্তি তাঁর অ্যাকাউন্টে যে কোনও পরিমাণ ২০০০ টাকার নোট জমা করতে পারেন। এর কোনও সীমা নেই, নেই কোনও নিষেধাজ্ঞা। কিন্তু, পরিচয়পত্র বাধ্যতামূলক করেছে এসবিআই।
এদিকে, কেন্দ্রের ঘোষণা অনুযায়ী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০০০ টাকার নোট বৈধ। অথচ বর্তমানে পেট্রোল পাম্প বা অন্য কোনও দোকানে ২০০০ টাকার নোট দেওয়া হলে, তারা সেই নোট নিতে অস্বীকার করছেন। অর্থাৎ ব্যাঙ্ক ছাড়া ২০০০ টাকার নোট বদলের আর কোনও উপায় নেই বলে মনে হচ্ছে। এই পরিস্থিতিতে মুখ খুললেন রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাশ (Shaktikanta Das)। তিনি সাফ জানিয়ে দিলেন, ২০০০ টাকার নোট এখনও বৈধ এবং কোনও দোকানদার এই নোট গ্রহণ করতে অস্বীকার করতে পারেন না। ব্য়াঙ্কগুলিতেও যাতে নোট বদল প্রক্রিয়া সহজে হয়, তা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ করতে বলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।