Bangla News Business Nirmala Sitharaman to announce budget on 1st February, history and records of union budget of India,
Budget 2024: বদলেছে দিন-ক্ষণ, বদলেছে ভাষা, বাজেটে যা কিছু ঘটেছিল ‘প্রথমবার’
Budget 2024: ১৯৯৯ সালের আগে পর্যন্ত বাজেট পেশ করা হত বিকেল ৫টায়। ওই বছর প্রথম সকাল ১১ টায় বাজেট পেশ শুরু হয়। সেই সময় অর্থমন্ত্রী ছিলেন যশবন্ত সিনহা। তিনিই এই পরিবর্তন আনেন। এমনই আরও অনেক পরিবর্তন ঘটেছে এই কয়েক বছরে।
1 / 7
দাম বাড়ল নাকি বাড়ল? ট্যাক্সের বোঝা কি বাড়ছে? প্রতিবার কেন্দ্রীয় বাজেট ঘিরে এই সব প্রশ্নগুলো ঘোরাফেরা করে। এবারও তার ব্যতিক্রম নয়। তবে লোকসভা নির্বাচনের আগে এবার শেষবার বাজেট পেশ করবে মোদী সরকার। তাই আগামী ১ ফেব্রুয়ারি কী কী প্রস্তাব দেওয়া হবে, কোন কোন ক্ষেত্রে বরাদ্দ বাড়বে? তা নিয়ে আগ্রহ রয়েছে সাধারণ মানুষের। একটু ফিরে তাকানো যাক ভারতের বাজেট-ইতিহাসে।
2 / 7
প্রথমবার বাজেট পেশ: ভারতে প্রথমবার বাজেট পেশ হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে। ১৮৬০ সালের ৭ এপ্রিল সেই বাজেট পেশ হয়। স্কটিশ অর্থনীতিবিদ জেমস উইলসন সেই বাজেট প্রকাশ করেছিলেন।
3 / 7
স্বাধীনতার পর প্রথম বাজেট: ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর প্রথমবার বাজেট পেশ হয়েছিল সেই বছরের ২৬ নভেম্বর। সেই সময় অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করেছিলেন আর কে সন্মুখম চেট্টি।
4 / 7
প্রথমবার হিন্দি-বাজেট: ১৯৫৫ সাল পর্যন্ত শুধুমাত্র ইংরেজিতেই বাজেট পেশ করা হত। ১৯৫৫-৫৬ অর্থবর্ষে প্রথমবার ইংরেজি ও হিন্দি দুই ভাষাতেই বাজেটের সব নথি প্রস্তুত করা হয়। ভাষার ক্ষেত্রে এই পরিবর্তন এনেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী চিন্তামন দ্বারকানাথ দেশমুখ।
5 / 7
প্রথম মহিলা মন্ত্রীর বাজেট পেশ: মহিলা হিসেবে প্রথম বাজেট পেশ করার রেকর্ড ইন্দিরা গান্ধীর। ১৯৭০-৭১ সালে তিনি ছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু অর্থমন্ত্রী পদে মোরারজি দেশাই ইস্তফা দিয়ে দেওয়ার পর সেই পদের দায়িত্ব নেন ইন্দিরা গান্ধী। তিনিই সেবার বাজেট পেশ করেছিলেন।
6 / 7
প্রথমবার পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ: ২০১৭ সালের আগে পর্যন্ত রীতি ছিল বাজেট পেশ হবে ফেব্রুয়ারি মাসের শেষ কাজের দিন। তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি সেই নিয়ম বদলে দেন। তাঁর আমল থেকেই ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করার রীতি শুরু হয়।
7 / 7
প্রথম সকালে বাজেট পেশ: ১৯৯৯ সালের আগে পর্যন্ত বাজেট পেশ করা হত বিকেল ৫টায়। ওই বছর প্রথম সকাল ১১ টায় বাজেট পেশ শুরু হয়। সেই সময় অর্থমন্ত্রী ছিলেন যশবন্ত সিনহা। তিনিই এই পরিবর্তন আনেন।