নয়া দিল্লি: শিডিউলড বাণিজ্যিক ব্যাঙ্কগুলির (SCB) মোট নন-পারফর্মিং অ্যাসেট (NPA)২০২০ সালের মার্চের শেষে ছিল ৮.২ শতাংশ। সেখান থেকে কমে ২০২১ সালের মার্চের শেষের দিকে ৭.৩ শতাংশে এসে দাঁড়িয়েছিল। ২০২১ সালের সেপ্টেম্বরের শেষের দিকে আরও কমে ৬.৯ শতাংশে নেমে এসেছে। মঙ্গলবার রিজার্ভ ব্যাঙ্কের তরফে ২০২০-২১ সালে ভারতে ব্যাঙ্কিং ক্ষেত্রের প্রবণতা এবং তার অগ্রগতি সংক্রান্ত এক রিপোর্টে প্রকাশিত হয়েছে।
এছাড়াও, ২০২০ সালের মার্চ মাসের শেষের দিকে শিডিউলড বাণিজ্যিক ব্যাঙ্কগুলির অ্যাসেটের উপর রিটার্ন (RoA) ০.২ শতাংশ ছিল। সেখান থেকে ২০২১ সালের মার্চের শেষের দিকে তা ০.৭ শতাংশে উঠে এসেছে। স্থিতিশীল আয় এবং ব্যয় কমার ফলেই এই সাফল্য এসেছে বলে রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টে ২০২০-২১ এবং ২০২১-২২ সাল পর্যন্ত সমবায় ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং আর্থিক ক্ষেত্র সহ সামগ্রিক ক্ষেত্রে কাজের অগ্রগতির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, করোনা অতিমারি পরিস্থিতিতে রিজার্ভ ব্যাঙ্কের থেকে নেওয়া কিছু নীতি ২০২১-২২ আর্থিক বছরে পূর্ব ঘোষিত সময়সীমার শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। রিপোর্টে বলা হয়েছে, “ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপ্সি কোডের (IBC)-এর অধীনে নতুন দেউলিয়া কার্যক্রমের ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত এক বছরের জন্য স্থগিত করা হয়েছিল। যে পরিমাণ অ্যাসেট পুনরুদ্ধার করা হয়, তার একটি বড় অংশ আসে এখান থেকে।”
অতিমারি পরিস্থিতি এবং এর ফলে অর্থনীতিতে সংকোচন সত্ত্বেও ২০২০-২১ আর্থিক বছরে শিডিউলড বাণিজ্যিক ব্যাঙ্কগুলির একত্রিত ব্যালেন্স শিটে যথেষ্ট ভাল ইঙ্গিত দেখা গিয়েছে। ২০২১-২২ আর্থিক বছরে এখনও পর্যন্ত, ঋণের পরিমাণ বাড়তে থাকলে তা পুনরুদ্ধারের ক্ষেত্রে ভাল লক্ষণ দেখা গিয়েছে। গত বছর আগে যা ১১ শতাংশ বেড়েছিল, তার তুলনায় চলতি আর্থিক বছরে ২০২১ সালের সেপ্টেম্বরের শেষেই আমানতের পরিমাণ ১০.১ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ২০২০-২১ আর্থিক বছরে আর্বান কো-অপারেটিভ ব্যাঙ্কগুলির (UCB) ব্যালেন্স শীট বৃদ্ধিতে আমানতের ভাল ভূমিকা ছিল। ঋণ বৃদ্ধির ফলে বিনিয়োগের উপর তার প্রভাব দেখা গিয়েছিল। রিপোর্ট অনুযায়ী, পুঁজি এবং মুনাফা সহ তাদের আর্থিক সূচকগুলিও যথেষ্ট ভাল জায়গায় রয়েছে।
এর পাশাপাশি, রাজ্যের সমবায় ব্যাঙ্ক এবং জেলাস্তরে কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কগুলির মুনাফা ২০১৯-২০ সালেও যথেষ্ট ভাল ছিল, যদিও সেই সময় অ্যাসেটের গুণমানের ক্ষেত্রে অবনতি হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে ২০২০-২১ সালে এই ধরনের সমবায় ব্যাঙ্কগুলির একত্রিত ব্যালেন্স শীটেও ঋণের অনেকটা প্রভাব রয়েছে।
আরও পড়ুন: Gold Price Today: ফের বাড়ল সোনার দাম, জানুন আপনার শহরের সোনালি ধাতুর দাম