AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাসের বদলে এবার প্লেন, স্বপ্নের উড়ান নিয়ে আসছেন Zomato-র দীপিন্দর!

Aviation Business: বাড়িতে বাড়িতে জোম্যাটোর মাধ্যমে খাবার পৌঁছে দেওয়ার পর দীপিন্দরের এবার লক্ষ্য এলাকা ভিত্তিক বিমান পরিষেবা দেওয়া।

বাসের বদলে এবার প্লেন, স্বপ্নের উড়ান নিয়ে আসছেন Zomato-র দীপিন্দর!
Image Credit: Getty Images
| Updated on: Jul 09, 2025 | 10:42 AM
Share

দীপিন্দর গোয়েল, ভারতের স্টার্ট আপ জগতের অন্যতম বড় নাম। তিনি জোম্যাটোর সহ প্রতিষ্ঠাতা। জোম্যাটোর মাধ্যমে বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার পর দীপিন্দরের এবার লক্ষ্য এলাকা ভিত্তিক বিমান পরিষেবা দেওয়া। অর্থাৎ মানুষকে বাইরে থেকে তাঁদের নিজেদের বাড়তে পৌঁছে দেওয়া। আর এই ক্ষেত্রে তাঁর হাতিয়ার হতে চলেছে LAT Aerospace।

বাস যদি আকাশে উড়ে যায়, তাহলে কেমন হবে? আর এবার সেই বিষয়টাই করে দেখাতে চলেছেন দীপিন্দর। জোম্যাটোর প্রাক্তন সিওও ও এলএটি এরোস্পেসের সহ প্রতিষ্ঠাতা সুরভি দাস লিঙ্কডইনে একটি পোস্ট করেন। সেই পোস্টেই তিনি এই বিষয়ে স্পষ্ট করে জানান।

সংবাদসংস্থা পিটিআই বলছে যে অ্যাভিয়েশন সেক্টরে দীপিন্দর গোয়েলের এই সংস্থা নতুন করে ইতিহাস লিখতে পারে। অন্তত আঞ্চলিক বিমান-ভ্রমণের ক্ষেত্রে তো বটেই। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আঞ্চলিক বিমান-ভ্রমণের সেক্টর এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

এই বিমান ভ্রমণের ক্ষেত্রে কী ধরণের বিমান ব্যবহার করা হবে? সুরভি বলছেন, আমরা যে ভাবে ভ্রমণ করি, তা নিয়েই তাঁরা পুনরায় ভাবছেন। ১২ থেকে ২৪ সিটের বিমানের নকশা তাঁরা তৈরি করেছেন। যাতে ছোট ছোট শহর ও মফস্বলকেও বিমানের মানচিত্রে জুড়ে ফেলা যায়। ১২ থেকে ২৪ সিটের বিমান মানে বাসের মতো সাইজের একটা বিমান। আর সুরভি তো বলেই দিয়েছেন, বাস যদি আকাশে ওড়ে…।