Trainman Portal: এক ক্লিকেই কনফার্ম টিকিট, Trainman অ্যাপ থেকে টিকিট কাটুন এই পদ্ধতিতে

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 11, 2023 | 7:37 AM

Indian Railway: ট্রেনম্যান অ্যাপেও ভারতীয় রেলের ট্রেন টিকিট বুকিং নীতি মেনে একবারে সর্বাধিক ৬ জনের টিকিট বুক করা যাবে। তৎকালের ক্ষেত্রে সর্বাধিক ৪ জনের টিকিট বুক করা যাবে।

Trainman Portal: এক ক্লিকেই কনফার্ম টিকিট, Trainman অ্যাপ থেকে টিকিট কাটুন এই পদ্ধতিতে
কীভাবে ট্রেনম্যানে টিকিট কাটবেন?
Image Credit source: TV9 বাংলা

Follow Us

নয়া দিল্লি: দূরে কোথাও যাতায়াতের জন্য মধ্যবিত্তের ভরসা ট্রেনই। তবে ট্রেনে টিকিট কাটা কম ঝক্কির কাজ নয়। অনলাইনে বা অফলাইনে স্টেশনে গিয়ে টিকিট কাটলেও, অনেক সময়ই কনফার্ম টিকিট জোটে না। তবে চিন্তার আর কোনও কারণ নেই। ট্রেনের টিকিট বুকিংয়ের ঝক্কি কমাতে এবার বিশেষ অ্যাপ্লিকেশন আনছেন শিল্পপতি গৌতম আদানি। ‘ট্রেনম্যান’ নামক এই অ্যাপে খুব সহজেই ট্রেনের টিকিট বুকিং করা যাবে। ট্রেনের রিজার্ভেশনের ডেটা বা তথ্য সংগ্রহ করে এই অ্যাপ পরিচালিত হবে। আইআরসিটিসি স্বীকৃত এই অ্যাপ।

কীভাবে ট্রেনম্যানে টিকিট বুক করবেন?

  • ট্রেনম্যানের মাধ্যমে কোনও ট্রেনের টিকিট কাটার জন্য প্রথমেই আপনাকে অ্যাপটি মোবাইলে ইন্সটল করতে হবে বা ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপরে ইউজার নেম ও পাসওয়ার্ড দিতে হবে।
  • এবার কোথা থেকে ট্রেনে উঠবেন এবং গন্তব্য কোথায়, তা জানাতে হবে।
  • কোন ট্রেনে যেতে চান, তা বেছে নিন এইবার।
  • এবার বিস্তারিত ডিটেইলস দিন।
  • এর পরের ধাপে বুকিংয়ের জন্য় পেমেন্ট করতে হবে।
  • এবার আপনাকে আইআরসিটিসি-র ইউজার নেম ও পাসওয়ার্ড দিতে হবে।
  • পাসওয়ার্ড দিলেই ট্রেনের টিকিট বুক হয়ে যাবে এবং ইমেইল ও এসএমএসের মাধ্যমে কনফার্মেশন মেসেজও পেয়ে যাবেন।
  • কনফার্ম টিকিট দেখতে ট্রেনম্যান অ্যাপ বা ওয়েবসাইটের ‘মাই ট্রিপ’ অপশনে ক্লিক করতে হবে।

উল্লেখ্য়, ট্রেনম্যান অ্যাপেও ভারতীয় রেলের ট্রেন টিকিট বুকিং নীতি মেনে একবারে ৬ জনের টিকিট বুক করা যাবে। তৎকালের ক্ষেত্রে সর্বাধিক ৪ জনের টিকিট বুক করা যাবে। ৫ বছরের কম বয়সী ২ জন শিশুর ক্ষেত্রে আলাদা টিকিট লাগবে না। টিকিট বুক করার সময় আপনি বার্থ অপশন ও মিলের অপশনও বেছে নিতে পারবেন।

খুব সহজ পদ্ধতিতে ট্রেনের টিকিটও বাতিল করা যায় ট্রেনম্যান অ্যাপের মাধ্যমে।

ট্রেনম্যানে টিকিট কাটার সুবিধা-

  • ট্রেনে কতগুলি বার্থ ফাঁকা রয়েছে, তার উপরে ভিত্তি করে টিকিট বুকিংয়ের বিভিন্ন অপশন দেওয়া হয়।
  • পিএনআর স্টেটাস ৯৫ শতাংশ সঠিক হয়।
  • অফলাইন মোডেও ট্রেন ট্রাক করা সম্ভব।
  • যারা অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে টিকিট বুক করবেন, তারা ট্রেনম্যান ওয়ালেটে ক্রেডিট পাবেন।
Next Article