নয়া দিল্লি: ডিজিটাল যুগে আর্থিক লেনদেনও এখন সম্পূর্ণ ডিজিটাল নির্ভর। নগদ টাকার বদলে অনলাইনে ইউপিআই-র মাধ্যমে আর্থিক লেনদেন করতেই স্বাচ্ছন্দ্য অনেকে। ইউপিআই লেনদেনের মাধ্যমগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় গুগলপে। সম্প্রতিই গুগল পে-তে যোগ করা হয়েছে নতুন একটি ফিচার। এবার গুগলপে থেকে ব্যক্তিগত ঋণও নেওয়া যাবে।
একাধিক ব্যাঙ্ক গুগলপে-র সঙ্গে যুক্ত। ফেডেরাল ব্যাঙ্ক, আইডিএফসি ব্যাঙ্ক সহ একাধিক বড় ব্যাঙ্কের তরফে ১০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা অবধি ঋণ দেওয়া হচ্ছে। ৩৬ মাসের মেয়াদে এই ঋণের ক্ষেত্রে ১৫ শতাংশ সুদ দিতে হবে।
উল্লেখ্য, গুগলপে থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে প্রসেসিং ফি ও লোন স্ট্যাম্প ডিউটি চার্জ প্রত্যাহার করে নেওয়া হয়।
গুগলপে-র সঙ্গে যেহেতু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা, তাই ঋণের ক্ষেত্রে ব্যাঙ্কের নিয়মই প্রযোজ্য হবে। ঋণ নেওয়ার সময় আপনি ইএমআই-র যে তারিখ ও অঙ্ক বেছে নেবেন, প্রতি মাসে নির্দিষ্ট ওই তারিখেই আপনার অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট অঙ্ক কেটে নেওয়া হবে। যদি আপনার অ্যাকাউন্টে ইএমআই-র টাকা না থাকে, তবে এর উপরে জরিমানা বসবে। কমে যাবে ক্রেডিট স্কোরও।
ঋণের জন্য আপনাকে প্যান কার্ড নম্বর, আধার কার্ড নম্বর ও স্থায়ী ঠিকানা দিতে হবে।