নয়াদিল্লি: মানিব্যাগ ফাঁকা। কোনও চিন্তা নেই। হাটেবাজারে কোনও কিছু কেনাকাটার ইচ্ছে হলে নিশ্চিন্তে কিনে নেওয়া যায়। যদি অনলাইনে লেনদেনের সুবিধা থাকে। আর প্রযুক্তির অগ্রগতির সঙ্গে অনলাইনে লেনদেন ক্রমশ বাড়ছে। এমনকি, দোকানে ১০ টাকার জিনিস কিনেও অনলাইনে দেদার পেমেন্ট হচ্ছে। অনলাইনে লেনদেন লাফিয়ে বাড়ছে। আর অনলাইনে লেনদেনে অন্যতম ভরসা ইউপিআই। ডিসেম্বরে ইউপিআই মাধ্যমে লেনদেন নতুন রেকর্ড গড়ল।
নভেম্বরের চেয়ে ইউপিআই মাধ্যমে লেনদেনের সংখ্যা ডিসেম্বরে ৮ শতাংশ বেড়েছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI)-র তথ্য বলছে, নভেম্বরে ইউপিআই মাধ্যমে লেনদেনের সংখ্যা ছিল ১৫.৪৮ বিলিয়ন। সেখানে ২০২৪ সালের শেষ মাসে তা ছিল ১৬.৭৩ বিলিয়ন। ২০২৪ সালে মোট ১৭২ বিলিয়ন বার ইউপিআই মাধ্যমে লেনদেন হয়েছে। ২০২৩ সালের চেয়ে যা ৪৬ শতাংশ বেশি। ২০২৩ সালে ১১৮ বিলিয়ন বার লেনদেন হয়েছিল।
ডিসেম্বরে ইউপিআই মাধ্যমে কত টাকার লেনদেন হয়েছে?
NPCI-র তথ্য বলছে, ডিসেম্বরে ইউপিআই মাধ্যমে ২৩.২৫ লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছে। নভেম্বরের থেকে যা ৮ শতাংশ বেশি। নভেম্বরে ইউপিআই মাধ্যমে লেনদেন হয়েছিল ২১.৫৫ লক্ষ কোটি টাকা। ২০২৪ সালে ইউপিআই মাধ্যমে ২৪৭ লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছে। ২০২৩ সালের চেয়ে যা ৩৫ শতাংশ বেশি। ২০২৩ সালে ১৮৩ লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছিল।
শুধু ইউপিআই নয়, ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস (IMPS) মাধ্যমেও লেনদেন বেড়েছে বলে NPCI-র তথ্য বলছে। ডিসেম্বরে আইএমপিএস মাধ্যমে লেনদেনের সংখ্যা ৪৪ কোটি ১০ লক্ষ। সেখানে নভেম্বরে তা ছিল ৪০ কোটি ৮০ লক্ষ। আর অক্টোবরে আইএমপিএস মাধ্যমে ৪৬ কোটি ৭০ লক্ষ বার লেনদেন হয়েছিল। আর লেনদেনের মূল্য ধরলে, ডিসেম্বরে ৬.০২ লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছিল। নভেম্বরে তা ছিল ৫.৫৮ লক্ষ কোটি টাকা। অক্টোবরে ৬.২৯ লক্ষ কোটি টাকা আইএমপিএস মাধ্যমে লেনদেন হয়েছিল।
FASTag মাধ্যমে টোল আদায়ও বেড়েছে। ডিসেম্বরে FASTag মাধ্যমে টোল ট্যাক্স প্রদান করা হয়েছে ৩৮ কোটি ২০ লক্ষ বার। যা নভেম্বরের চেয়ে ৬ শতাংশ বেশি। নভেম্বরে FASTag মাধ্যমে টোল ট্যাক্স প্রদান করা হয়েছিল ৩৫ কোটি ৯০ লক্ষ বার। আর অক্টোবরে সেই সংখ্যা ছিল ৩৪ কোটি ৫০ লক্ষ। ডিসেম্বরে FASTag মাধ্যমে টোল ট্যাক্স প্রদান করা হয়েছে ৬ হাজার ৬৪২ কোটি টাকা। যা নভেম্বরের থেকে ৯ শতাংশ বেশি। নভেম্বরে FASTag মাধ্যমে টোল ট্যাক্স প্রদান করা হয়েছিল ৬ হাজার ৭০ কোটি টাকা। আর অক্টোবরে তা ছিল ৬ হাজার ১১৫ কোটি টাকা।