মুম্বই: দেশের মানুষের কাছে তিনি শিল্পপতি হিসাবে নন, বরং আশা-ভরসার মানুষ ছিলেন। যেকোনও বিপদ, সঙ্কটে সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। সেই কারণেই টাটা গোষ্ঠীর কর্ণধার নয়, বরং আমজনতার ঘরের মানুষ হয়ে উঠেছিলেন রতন টাটা। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মহারাষ্ট্রে আজ শোক দিবসের ঘোষণা করা হয়েছে। শিল্পজগত থেকে বলিউড- সকলেই শেষ শ্রদ্ধা জানিয়েছেন রতন টাটাকে। বাদ যাননি এক বিশেষ অভিনেত্রীও, যার নাম বারবার জড়িয়েছিল রতন টাটার সঙ্গে।
অনেকেই জানেন না যে বলিউডের সঙ্গেও নিবিড় সংযোগ ছিল রতন টাটার। তিনি একটি সিনেমা প্রযোজনাও করেছিলেন। রতন টাটার যৌবনে তাঁর চেহারা, ব্যক্তিত্ব দেখে প্রেমে পড়েছিলেন বহু অভিনেত্রী। তবে তাঁর মন কেড়েছিলেন এক অভিনেত্রী। এমনকী, তাঁকে বিয়েও করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্ক পরিণতি পায়নি। আজীবন অবিবাহিতই রয়ে গিয়েছেন রতন টাটা।
এই অভিনেত্রী আর কেউ নন, সিমি গারেওয়াল। অভিনয়ের পাশাপাশি নানা জনপ্রিয় শো সঞ্চালনা করেছেন তিনি। সিমির প্রেমেই একসময়ে হাবুডুবু খেয়েছিলেন রতন টাটা, এমনটাই শোনা যায়। সালটা তখন ১৯৭০। একাধিক জায়গা, বিভিন্ন অনুষ্ঠানে রতন টাটার পাশে দেখা গিয়েছিল সিমি গারেওয়ালকে। যদিও তারা কখনও এই সম্পর্কের কথা স্বীকার করেননি। ভাল বন্ধু হিসাবেই পরিচয় দিয়েছেন।
২০১১ সালে একটি সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেছিলেন রতন টাটা। তখনই জানিয়েছিলেন, তাঁর জীবনে চারবার প্রেম এসেছিল। এক অভিনেত্রীকে বিয়েও করতে চেয়েছিলেন। তখনই আন্দাজ করা হয়েছিল যে সিমি গ্রেওয়ালের কথাই বলছেন রতন টাটা। সিমিও একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন যে রতন টাটার সঙ্গে তাঁর গভীর সম্পর্ক ছিল।
রতন টাটার প্রয়াণের পরই ইন্সটাগ্রামে রতন টাটার সঙ্গে একটি ছবি পোস্ট করেন সিমি গ্রেওয়াল। আবেগঘন পোস্টে লেখেন, “সবাই বলছে তুমি চলে গিয়েছো..এই ক্ষতি সহ্য করা খুব কঠিন, খুব কঠিন… বিদায় বন্ধু”