Paytm Share: একদিনেই বড়সড় পতন পেটিএমের শেয়ারে, নেপথ্যে কী কারণ?

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Dec 07, 2023 | 9:58 PM

Paytm Share: সংস্থার পক্ষ থেকে বর্তমানে ছোট আকারের ঋণ দেওয়ার পরিমণা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পে লেটারের মধ্যমে যে ঋণ দেওয়া হতো তার পরিমাণ ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমানো হচ্ছে বলে জানা যাচ্ছে।

Paytm Share: একদিনেই বড়সড় পতন পেটিএমের শেয়ারে, নেপথ্যে কী কারণ?
পেটিএম
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: একদিনেই দাম কমেছে প্রায় ১৫২ টাকা। বৃহস্পতিবার বাজার বন্ধের পর One 97 Communications Ltd-এর শেয়ার প্রতি দাম দাঁড়িয়েছে ৬৬০ টাকা ৭০ পয়সা। প্রায় ২০ শতাংশ পর্যন্ত কমেছে দাম। তাতেই কপালে ভাঁজ বিনিয়োগকারীদের। Paytm-এর মূল সংস্থা One 97 Communications Limited-এর স্টক মার্কেটে তালিকাভুক্তির পর এটাই একদিনে সবথেকে বড় পতন বলে মনে করা হচ্ছে। আচমকা এই পতন কেন Paytm-এর শেয়ারে? 

সূত্রের খবর, সংস্থার পক্ষ থেকে বর্তমানে ছোট আকারের ঋণ দেওয়ার পরিমণা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পে লেটারের মধ্যমে যে ঋণ দেওয়া হতো তার পরিমাণ ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমানো হচ্ছে বলে জানা যাচ্ছে। এছাড়াও Paytm ঘোষণা করেছে আগামীতে বড় মাত্রার ব্যক্তিগত ঋণ দেওয়ার দিকেই তারা বেশি জোর দেবে। তাঁদের এ ঘোষণার পরই শেয়ারের দরে ধস নেমেছে বলে মত বাজার বিশেষজ্ঞদের একাংশের। প্রসঙ্গত, ইউপিআই পেমেন্ট থেকে বিল পেমেন্টস, লোন, টিকিট কাটার মতো বিবিধ পরিষেবা মেলে পেটিএমে। এমনকী যখন দেশে ফোন পে বা গুগল পে এর মতো অ্যাপগুলির দাপট বাড়েনি তখন লোকের মোবাইলে মোবাইলে ঘুরত পেটিএম। 

সম্প্রতি পেটিএমের তরফে পেমেন্ট ব্যাঙ্কও বাজারে আনা হয়েছিল। জোর দেওয়া হয়েছিল অল্প টাকার লোনের দিকে। এদিকে নোমুরা ইন্ডিয়ার ইন্ডিয়া এনবিএফসি বিশ্লেষক দ্বারা সংকলিত ক্রেডিট ব্যুরো ডেটা বলছে, বর্তমানে দেশে ৫০ হাজারের নিচের ঋণ নেওয়ার প্রবণতা অনেকটাই বেড়েছে আম-আদমির মধ্যে। বাজারে আসছে নিত্য-নতুন অনেক অ্যাপই। তাতেই অল্প টাকার ব্যক্তিগত ঋণের দিকে ঝুঁকছেন সাধারণ মানুষ। এমনটাই মত ওয়াকিবহাল মহলের। 

Next Article