নয়া দিল্লি: পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। গত কয়েক মাসে পেঁয়াজের দাম কমাতে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র। তাতে কিছুটা নিয়ন্ত্রণ হলেও এখনও মধ্যবিত্তের মাথাব্যাথার কারণ হয়ে রয়েছে পেঁয়াজের মূল্যবৃদ্ধি। এবার রফতানি বন্ধ করে দিল মোদী সরকার। বৃহস্পতিবার রাতেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। যদি কোনও দেশে পেঁয়াজ রফতানি করতে হয়, তাহলে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হবে। সংশ্লিষ্ট দেশের আবেদনের ভিত্তিতে অনুমোদন মিললে তবেই হবে রফতানি। আগামী বছর অর্থাৎ ২০২৪-এর মার্চ মাস পর্যন্ত এই নির্দেশিকা লাগু থাকবে।
বর্তমানে বাজারে প্রতি কেজিতে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। চলতি বছরের অগস্ট মাসে পেঁয়াজের দাম মাত্রা ছাড়িয়ে যাওয়ায় রফতানি শুল্ক বাড়িয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সেই নির্দেশিকাই লাগু ছিল। দেশের বাজারে পেঁয়াজের দাম কমাতে ও জোগান বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর এবার বন্ধই করে দেওয়া হল রফতানি।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার পেঁয়াজের ন্যুনতম রফতানি মূল্য ৮০০ ডলার প্রতি টন হিসেবে বেঁধে দিয়েছে। তবে ব্যাঙ্গালোর রোজ পেঁয়াজের ক্ষেত্রে রফতানিতে কিছু ছাড় দেওয়া হয়েছিল। কর্নাটক সরকারের কাছ থেকে শংসাপত্র দেওয়া হলে, তবেই সেই পেঁয়াজ রফতানি করা যায়।