Repo Rate: বছর শেষেও বাড়বে না ঋণের বোঝা, ফের অপরিবর্তিত রইল রেপো রেট

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 08, 2023 | 10:43 AM

RBI Monetary Policy Meeting: এ দিন আরবিআই-র গভর্নর জানান, রেপো রেট ৬.৫ শতাংশ হারে অপরিবর্তিত রাখা হচ্ছে। স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি রেটও ৬.২৫ শতাংশ হারেই অপরিবর্তিত রাখা হচ্ছে। মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট ও ব্যাঙ্ক রেট ৬.৭৫ শতাংশ হারে অপরিবর্তিত থাকছে।

Repo Rate: বছর শেষেও বাড়বে না ঋণের বোঝা, ফের অপরিবর্তিত রইল রেপো রেট
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাশ।

Follow Us

নয়া দিল্লি: বছর শেষে সুখবর। ফের অপরিবর্তিত রইল রেপো রেট (Repo Rate)। শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া(Reserve Bank of India)-র তরফে রেপো রেট ৬.৫ শতাংশ হারেই অপরিবর্তিত রাখা হয়। রেপো রেট অপরিবর্তিত থাকায় বাড়বে না সুদের হার ও ইএমআই। এই নিয়ে পঞ্চমবার অপরিবর্তিত রইল রেপো রেট। অপরিবর্তিত রাখা হয়েছে রিভার্স রেপো রেটও (Reverse Repo Rate)।

মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখতেই ২০২২ সালের মে মাসে ২৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। এরপর থেকে আর রেপো রেট পরিবর্তন করেনি। এ দিন আরবিআই-র গভর্নর জানান, রেপো রেট ৬.৫ শতাংশ হারে অপরিবর্তিত রাখা হচ্ছে। স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি রেটও ৬.২৫ শতাংশ হারেই অপরিবর্তিত রাখা হচ্ছে। মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট ও ব্যাঙ্ক রেট ৬.৭৫ শতাংশ হারে অপরিবর্তিত থাকছে।

প্রসঙ্গত, যে হারে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া অন্যান্য ব্যাঙ্ককে ঋণ দেয়, তাকে রেপো রেট বলে। যে সুদের হারে রিজার্ভ ব্যাঙ্ক অন্য ব্যাঙ্কের কাছ থেকে ঋণ দেয়, তাকে রিভার্স রেপো রেট বলে।

রেপো রেট বৃদ্ধি না পাওয়ায়, ঋণের হার ও ইএমআই-ও বৃদ্ধি হবে না। ফলে ঋণের বোঝা বাড়বে না।

এ দিন রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাশ বলেন, “মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখতেই মনিটারি পলিসি কমিটি রেপো রেট অপরিবর্তিত রেখেছে। আগামী কয়েক মাসে সম্ভাব্য মূল্যবৃদ্ধি ও আর্থিক বৃদ্ধিকে নজরে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হবে।”

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানান, ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য আর্থিক প্রবৃদ্ধির আনুমানিক হার ৭ শতাংশ ধরা হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে প্রকৃত আর্থিক প্রবৃদ্ধির হার ৬.৭ শতাংশ হতে পারে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি ৬.৭ শতাংশ ও তৃতীয় ত্রৈমাসিকে ৬.৪ শতাংশ হারে জিডিপি বৃদ্ধি হতে পারে।

Next Article