নয়া দিল্লি: বছর শেষে সুখবর। ফের অপরিবর্তিত রইল রেপো রেট (Repo Rate)। শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া(Reserve Bank of India)-র তরফে রেপো রেট ৬.৫ শতাংশ হারেই অপরিবর্তিত রাখা হয়। রেপো রেট অপরিবর্তিত থাকায় বাড়বে না সুদের হার ও ইএমআই। এই নিয়ে পঞ্চমবার অপরিবর্তিত রইল রেপো রেট। অপরিবর্তিত রাখা হয়েছে রিভার্স রেপো রেটও (Reverse Repo Rate)।
মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখতেই ২০২২ সালের মে মাসে ২৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। এরপর থেকে আর রেপো রেট পরিবর্তন করেনি। এ দিন আরবিআই-র গভর্নর জানান, রেপো রেট ৬.৫ শতাংশ হারে অপরিবর্তিত রাখা হচ্ছে। স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি রেটও ৬.২৫ শতাংশ হারেই অপরিবর্তিত রাখা হচ্ছে। মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট ও ব্যাঙ্ক রেট ৬.৭৫ শতাংশ হারে অপরিবর্তিত থাকছে।
#WATCH | RBI Governor Shaktikanta Das says, “…The Monetary Policy Committee decided unanimously to keep the policy repo rate unchanged at 6.5%. Consequently, the Standing Deposit Facility rate remains at 6.25% and the Marginal Standing Facility rate and the Bank Rate at 6.75%.” pic.twitter.com/yQSppS7IzJ
— ANI (@ANI) December 8, 2023
প্রসঙ্গত, যে হারে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া অন্যান্য ব্যাঙ্ককে ঋণ দেয়, তাকে রেপো রেট বলে। যে সুদের হারে রিজার্ভ ব্যাঙ্ক অন্য ব্যাঙ্কের কাছ থেকে ঋণ দেয়, তাকে রিভার্স রেপো রেট বলে।
রেপো রেট বৃদ্ধি না পাওয়ায়, ঋণের হার ও ইএমআই-ও বৃদ্ধি হবে না। ফলে ঋণের বোঝা বাড়বে না।
এ দিন রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাশ বলেন, “মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখতেই মনিটারি পলিসি কমিটি রেপো রেট অপরিবর্তিত রেখেছে। আগামী কয়েক মাসে সম্ভাব্য মূল্যবৃদ্ধি ও আর্থিক বৃদ্ধিকে নজরে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হবে।”
#WATCH | RBI Governor Shaktikanta Das says, “…Real GDP growth for the current year 2023-24 is projected at 7% – with Q3 at 6.5% and Q4 at 6%. Real GDP growth for Q1 of 2024-25 is projected at 6.7%, for Q2 at 6.5% and for Q3 at 6.4%. The risks are evenly balanced.” pic.twitter.com/S7JPd5o3yq
— ANI (@ANI) December 8, 2023
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানান, ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য আর্থিক প্রবৃদ্ধির আনুমানিক হার ৭ শতাংশ ধরা হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে প্রকৃত আর্থিক প্রবৃদ্ধির হার ৬.৭ শতাংশ হতে পারে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি ৬.৭ শতাংশ ও তৃতীয় ত্রৈমাসিকে ৬.৪ শতাংশ হারে জিডিপি বৃদ্ধি হতে পারে।