Online Shopping Fraud: অনলাইন শপিংয়ের সময় এগুলি মনে রাখুন, একটা ভুলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 15, 2023 | 7:43 AM

cyber fraud: যাঁরা হামেশাই অনলাইনে শপিং করেন, তাঁদের কাছে অনেক সময়ই সস্তায় জামা-কাপড় বা জুয়েলারী কেনার নতুন লিঙ্ক আসে। অনেকেই সস্তায় জিনিস পাওয়ার আশায় সেই লিঙ্কে ক্লিক করেন। গ্রাহকদের সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। এই সমস্ত নতুন লিঙ্ক ভুয়ো হতে পারে।

Online Shopping Fraud: অনলাইন শপিংয়ের সময় এগুলি মনে রাখুন, একটা ভুলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: পুজোর আগে ভিড়ে ঠাসা বাজারে গিয়ে লাইনে দাঁড়িয়ে শপিং করার দিন শেষ! এখন অনলাইন শপিংয়ের (Online shopping) উপরই জোর দেন অধিকাংশ মানুষ। প্রিয়জনকে উপহার পাঠানোর ক্ষেত্রেও অনলাইন কেনাকাটার প্রবণতা বেড়েছে। বাড়িতে বসেই জিনিস পছন্দ করে অনলাইন পেমেন্ট (Online payment) করে দিলেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবে জিনিস। কিন্তু, অনলাইন শপিং করতে গিয়ে সাইবার প্রতারণার শিকারও হচ্ছেন অনেকে। তাই সাইবার প্রতারণার হাত থেকে বাঁচতে অনলাইন কেনাকাটার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি।

ডেবিট বা ক্রেডিট কার্ড সেভ করবেন না

অনলাইন শপিংয়ের সময় অনেকেই ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন। সেই সময় ডেবিট বা ক্রেডিট কার্ডের বিস্তারিত তথ্য দিতে হয়। সেই সময় অনেক প্ল্যাটফর্মই ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য সেভ করার অপশন আসে। এই অপশনে ক্লিক করলে পরেরবার অনলাইন শপিং করার সময় আর ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য দিতে হয় না। কিন্তু, এই সুবিধা-ই আপনার জন্যও সমস্যা হয়ে উঠতে পারে। যদি ওই প্ল্যাটফর্ম ব্যবহার করে হ্যাকাররা আপনার ডেবিট বা ক্রেডিট কার্ডের বিস্তারিত তথ্য হাতিয়ে নিতে পারে এবং সেটি ব্যবহার করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দিতে পারে।

অজানা লিঙ্কে ক্লিক নয়

যাঁরা হামেশাই অনলাইনে শপিং করেন, তাঁদের কাছে অনেক সময়ই সস্তায় জামা-কাপড় বা জুয়েলারী কেনার নতুন লিঙ্ক আসে। অনেকেই সস্তায় জিনিস পাওয়ার আশায় সেই লিঙ্কে ক্লিক করেন। এব্যাপারে গ্রাহকদের সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। কেননা, এই সমস্ত নতুন লিঙ্ক ভুয়ো হতে পারে। এই সমস্ত লিঙ্কের মাধ্যমে অনলাইন পেমেন্ট করলেও পণ্য নাও মিলতে পারে। আবার যে জিনিস আসবে তার গুণমান খুবই নিম্নমানের হতে পারে। তাই কোনও লিঙ্কে ক্লিক করার আগে সেটির অফসিয়াল ওয়েবসাইট খতিয়ে দেখার পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা।

অনলাইন শপিং দুর্নীতি এড়াবেন কীভাবে?

যদি অনলাইনে সস্তায় কোনও জিনিস বিক্রির অফার দিয়ে মেসেজ আসে, সেই লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না। যদি ভুলবশত ওই লিঙ্কে ক্লিক করেন, তাহলেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আধার-প্যান তথ্য দেবেন না।

সাইবার প্রতারণার শিকার হলে কী করবেন?

যদি কোনভাবে সাইবার প্রতারকদের খপ্পড়ে পড়েন, বুঝতে পারার সঙ্গে সঙ্গেই ভারত সরকারের হেল্পলাইন নম্বর ১৯৩০-এ ফোন করুন। অথবা সরকারি ওয়েবসাইট http://cybercrime.gov.in -এ গিয়ে অভিযোগ জানান।

Next Article