ওয়াশিংটন: বাজারে আসার পরই ঝড় তুলেছিল চ্যাটজিপিটি (ChatGPT)। কৃত্রিম বুদ্ধিমত্তার ঠেলায় চাকরি খুইয়েছিলেন লক্ষাধিক কর্মী। অন্যদিকে, চ্যাটজিপিটির দৌলতে চড়চড়িয়ে বেড়েছিল ওপেনএআই (OpenAI) সংস্থার শেয়ার। কিন্তু বছর ঘুরতেই বিপর্যয়। রাতারাতি জুম কলে চাকরি খুইয়েছেন সংস্থার সিইও স্যাম অল্টম্যান। তাঁর চাকরি যেতেই শোরগোল পড়ে যায়। এদিকে, এই শোরগোল পড়ে যেতেই ওপেনএআই-র বোর্ড সদস্যরা আবার স্যাম অল্টম্যানকে ফিরিয়ে আনার চিন্তাভাবনা করছেন। অন্যদিকে, স্যাম নিজের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা তৈরি করতেই আগ্রহী বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, ওপেনএআই সংস্থার বোর্ড সদস্যরা একদিনের মধ্যেই নিজেদের সিদ্ধান্ত নিয়ে পস্তাচ্ছেন। শনিবার স্যাম অল্টম্যানকে সিইও পদ থেকে বিতাড়িত করার পরই সংস্থার শেয়ার হোল্ডাররা চাপ সৃষ্টি করছেন। আর এই চাপের মুখে পড়েই আবার অল্টম্যানকে সংস্থায় ফিরিয়ে আনতে আগ্রহী তাঁরা।
সূত্র মারফত আরও জানা গিয়েছে, ওপেনএআই সংস্থার বেশ কিছু বিনিয়োগকারী মাইক্রোসফ্ট কর্পের সঙ্গেও কথা বলেছেন অল্টম্যানকে ফের সিইও পদে ফিরিয়ে আনার জন্য। প্রসঙ্গত, ওপেনএআই সংস্থার সবথেকে বড় শেয়ারহোল্ডার মাইক্রোসফ্ট।
অন্যদিকে, জল্পনা শোনা যাচ্ছে স্যাম অল্টম্যান নিজের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা শুরু করার পরিকল্পনা করছেন।