Pakistan News: পাকিস্তানে মুদ্রাস্ফীতি চরমে, চাল-আটা থেকে সিগারেটের রেকর্ড দাম

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Nov 29, 2023 | 12:23 AM

Pakistan economy: এক বছরে পাকিস্তানে আটার দাম ৮৮.২ শতাংশ বেড়েছে। বাসমতি চালের দাম ৭৬. ৬ শতাংশ, সাধারণ চালের দাম ৬২.৩ শতাংশ। আবার চা পাতার দাম বেড়েছে ৫৩ শতাংশ, গুড় ৫০.৮ শতাংশ, আলু ৪৭.৯ শতাংশ, মুরগির মাংসের ৪ শতাংশ দাম বেড়েছে। আবার সিগারেটের দাম ৯৪ শতাংশ, গমের আটার দাম ৮৮.২ শতাংশ এবং লাল লঙ্কাগুঁড়োর দাম ৮১.৭ শতাংশ বেড়েছে।

Pakistan News: পাকিস্তানে মুদ্রাস্ফীতি চরমে, চাল-আটা থেকে সিগারেটের রেকর্ড দাম
পাকিস্তানের মুদ্রাস্ফীতি চরমে।

Follow Us

করাচি: পাকিস্তানের (Pakistan) অর্থনৈতিক অবস্থা দিন-দিন খারাপ হচ্ছে। মানুষের দুবেলা খাবার পাওয়া কঠিন হয়ে পড়েছে। খাদ্যদ্রব্য-সহ নিত্যদিনের জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হতে শুরু করেছে। ফলে সেখানকার মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে তুলেছে। টানা দু সপ্তাহ ধরে পাকিস্তানে মুদ্রাস্ফীতির হার ৪০ শতাংশের উপরে। ফলে চরম খারাপ অবস্থা সাধারণ মানুষের।

পাকিস্তান পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ২৩ নভেম্বর পাকিস্তানে মুদ্রাস্ফীতির হার রেকর্ড হয়েছে ৪১.১৩ শতাংশ। রান্নার গ্যাসের দামও অতিরিক্ত বেড়েছে। গত এক বছরে পাকিস্তানে গ্যাসের দাম বেড়েছে ১,১০০ টাকারও বেশি। জ্বালানির দাম বৃদ্ধি মুদ্রাস্ফীতির অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

আটা-চাল থেকে শুরু করে সিগারেট এত দামি

গত এক বছরে পাকিস্তানে আটার দাম ৮৮.২ শতাংশ বেড়েছে। বাসমতি চালের দাম ৭৬. ৬ শতাংশ, সাধারণ চালের দাম ৬২.৩ শতাংশ। আবার চা পাতার দাম বেড়েছে ৫৩ শতাংশ, গুড় ৫০.৮ শতাংশ, আলু ৪৭.৯ শতাংশ, মুরগির মাংসের ৪ শতাংশ দাম বেড়েছে। আবার সিগারেটের দাম ৯৪ শতাংশ, গমের আটার দাম ৮৮.২ শতাংশ এবং লাল লঙ্কাগুঁড়োর দাম ৮১.৭ শতাংশ বেড়েছে।

পাকিস্তানে সংবাদমাধ্যমের মতে, আগে যে ময়দার দাম ছিল ১৬০ টাকা, এখন তা ৮৮ শতাংশ বেড়ে ৩০০ টাকার বেশি হয়েছে। একইভাবে যে চালের দাম কেজিতে ১৪৬ টাকা ছিল সেটা বেড়ে প্রায় ২৫০ টাকা হয়েছে। স্বাভাবিকভাবেই অধিকাংশ মানুষ খাদ্যদ্রব্য কিনতে না পেরে চরম সংকটে দিন গুজরান করছে।

গত এক সপ্তাহের পাকিস্তানে ২৫টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। যার মধ্যে রয়েছে, রান্নার গ্যাস, চা, নুন, গমের আটা এবং আলু। তবে নিত্য ব্যবহার্য ১৩টি জিনিসের দাম কমেছে। সেগুলির মধ্যে পেঁয়াজের দাম সবচেয়ে বেশি, ৩৬ শতাংশ কমেছে।

এক সপ্তাহে মুদ্রাস্ফীতির হার ১০ শতাংশ বেড়েছে

গত এক সপ্তাহে পাকিস্তানের স্বল্পমেয়াদী মুদ্রাস্ফীতি ১০ শতাংশ বেড়েছে। পাকিস্তানের ১৭টি প্রধান শহরের ৫০টি বাজার থেকে ৫১টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হিসাব করে এই গ্রাফটি করা হয়েছে।

Next Article