IT File: প্যান ও আধার কার্ড লিঙ্ক না থাকলেও আয়কর রিটার্ন ফাইল করতে পারবেন, জানুন বিস্তারিত
IT return file: যে সমস্ত ব্যক্তিদের অ্যাকাউন্টগুলি ২০২২-২৩ অর্থবর্ষের জন্য অডিট করার প্রয়োজন নেই তাদের জন্য ITR ফাইল করার শেষ তারিখ হল ৩১ জুলাই, ২০২৩, অর্থাৎ সোমবার। তাই আর দেরি না করে শীঘ্রই আইটিআর ফাইল করুন।
নয়া দিল্লি: আয়কর রিটার্ন (Income Tax) ফাইল করতে আর মাত্র একদিন বাকি। কিন্তু, এখনও আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা হয়নি বা প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে? এর জন্য এখনও আয়কর রিটার্ন ফাইল করেননি? যাঁরা এমনটা করেছেন তাঁদের জন্য বিশেষ ঘোষণা করেছে আয়কর দফতর (IT Department)। আধার (Aadhar card) ও প্যান কার্ড (Pan card) লিঙ্ক না থাকলেও আয়কর রিটার্ন ফাইল করতে পারবেন। আয়কর বিভাগের তরফে স্পষ্ট জানানো হয়েছে, “আধার ও প্যান কার্ড লিঙ্ক না থাকলে বা প্যান কার্ড ‘অকার্যকর’ হয়ে গেলেও আয়কর রিটার্ন দাখিল করা যেতে পারে।”
যে সমস্ত ব্যক্তিদের অ্যাকাউন্টগুলি ২০২২-২৩ অর্থবর্ষের জন্য অডিট করার প্রয়োজন নেই তাদের জন্য ITR ফাইল করার শেষ তারিখ হল ৩১ জুলাই, ২০২৩, অর্থাৎ সোমবার। তাই আর দেরি না করে শীঘ্রই আইটিআর ফাইল করুন।
কলকাতার এক বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানের সিএ অভিনীত সিং বলেন, “যাঁদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে তাঁরাও আয়কর রিটার্ন দাখিল করতে এবং কর দিতে পারবেন। তবে প্রয়োজনে এই ফাইলটি প্রক্রিয়া কতদূর হয়েছে জানতে আধার কার্ডের ওটিপি দিয়ে দেখা যাবে না। কারণ আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক হয়নি। তাই অন্যান্য পদ্ধতি ব্যবহার করতে পারেন। যেমন- ITR V-এর স্বাক্ষরিত কপি CPC-তে পাঠিয়ে, নেটব্যাঙ্কিংয়ের মাধ্যমে EVC দিয়ে বা ATM-এর মাধ্যমে ITR যাচাই করতে পারেন।