Patanjali: এটাই সময়! শেয়ার বাজারে পতঞ্জলি দিচ্ছে ‘লাভের’ ইঙ্গিত
Patanjali: এই আবহেই নিজেদের বোনাস শেয়ার দেওয়ার কথা জানিয়েছে পতঞ্জলি। এবার প্রশ্নটা হল, আগামী কয়েক মাসে নিজের ৫২ সপ্তাহের রেকর্ড ভাঙতে পারে পতঞ্জলি?

নয়াদিল্লি: পতঞ্জলি ফুডসের শেয়ারে সাময়িক পতন লক্ষণীয় হলেও, এটা কিন্তু বেশিদিনের জন্য নয়, এমনটাই বলছে ওয়াকিবহাল মহল। সোমবার ক্ষণিক পতনের আগের ছবিটা দেখলেই সেই বিষয়টা স্পষ্ট হয়। তার আগের সপ্তাহেই শেয়ারে প্রায় ২০ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। এমনকি, এই আবহেই নিজেদের বোনাস শেয়ার দেওয়ার কথা জানিয়েছে পতঞ্জলি। এবার প্রশ্নটা হল, আগামী কয়েক মাসে নিজের ৫২ সপ্তাহের রেকর্ড ভাঙতে পারে পতঞ্জলি?
সোমবারের রিপোর্ট বলছে, সেদিন গোটা দিন ধরে শেয়ারের দরে উত্থান-পতন দেখা যায়। প্রথম ধাপে অনেকটা পড়ে গেলে ক্ষণিকের মধ্য়েই নিজের গতি ফিরে পায় পতঞ্জলি। শেষমেশ গোটা দিনে ০.৪১ শতাংশ পতন নিয়ে দর এসে ঠেকে ১ হাজার ৯৪০ টাকায়।
গতকালের ছবিটা খানিক নৈরাশ্যবাদী হলেও গত এক মাসে পতঞ্জলির গতিবেগ কিন্তু আকাশছোঁয়া। গত এক মাসের হিসাব বলছে, এই সময়কালে ২০ শতাংশ দাম বেড়েছে শেয়ারের। দর বেড়েছে প্রায় ৩২০ টাকা। এমনকি, গত এক সপ্তাহেও বৃদ্ধি দেখা গিয়েছে ১৫ শতাংশ।
কিন্তু এই বৃদ্ধি কি আগামী দিনে বজায় থাকবে? নিজের পূর্বের ৫২ সপ্তাহের রেকর্ড ভাঙতে পারবে পতঞ্জলি? হিসাব বলছে, এখনও পর্যন্ত পতঞ্জলির সর্বোচ্চ রেকর্ড ২০৩০ টাকা। বর্তমান দর ১ হাজার ৯৪০ টাকা। অর্থাৎ ৫ শতাংশ বৃদ্ধি পেলেই কেল্লাফতে। ৫২ সপ্তাহের নতুন রেকর্ড গড়বে তারা।

