AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

২৫ শতাংশ রাজস্ব বাড়ল Paytm-র, এবার কোন কোন ক্ষেত্রে জোর দেবে ফিনটেক সংস্থা?

Paytm: নেট পেমেন্ট ও ফিন্যান্সিয়াল সার্ভিসে ব্যাপক হারে বৃদ্ধির জেরে পেটিএম কন্ট্রিবিউশন প্রফিট বা লাভ ৪২ শতাংশ বেড়ে ৫৫৩৮ কোটি টাকায় পৌঁছেছে। পেমেন্ট সার্ভিস থেকে সংস্থার আয় ২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২৪ অর্থবর্ষে ৬২৩৫ কোটি টাকায় পৌঁছেছে।

২৫ শতাংশ রাজস্ব বাড়ল Paytm-র, এবার কোন কোন ক্ষেত্রে জোর দেবে ফিনটেক সংস্থা?
প্রতীকী চিত্রImage Credit: TV9 ভারতবর্ষ
| Updated on: May 23, 2024 | 1:29 PM
Share

নয়া দিল্লি:  ২০২৩-২০২৪ অর্থবর্ষে পেটিএমের রাজস্ব ২৫ শতাংশ বৃদ্ধি পেল। বুধবার গত অর্থবর্ষের আর্থিক লাভের হিসাব প্রকাশ করে পেটিএম। রিপোর্টে দেখা গিয়েছে, ওয়ান৯৭ কমিউনিকেশন লিমিটেডের অধীনস্থ পেটিএম গত অর্থবর্ষে আর্থিক লাভ ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কোম্পানির আয় বেড়ে ৯৯৮৭ কোটি টাকায় পৌঁছেছে। পেটিএম জানিয়েছে, ২০২৫ অর্থবর্ষে এবার সংস্থার ফোকাস বিমা, ক্রেডিট বৃদ্ধি ও ওয়েলথ প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনের উপরে থাকবে।

পেটিএম তার প্রকাশিত রিপোর্টে জানিয়েছে, গত অর্থবর্ষে পেমেন্ট ও আর্থিক পরিষেবা বন্টন (ফিন্যান্সিয়াল সার্ভিস ডিস্ট্রিবিউশন) ক্ষেত্রে বিশেষ লাভ করেছে। ২০২৩ অর্থবর্ষের তুলনায় ২০২৪ অর্থবর্ষে ২৫ শতাংশ আর্থিক বৃদ্ধি হয়েছে। লাভের অঙ্ক বেড়ে ৯৯৭৮ কোটিতে পৌঁছেছে।

পেটিএমের কাছে এই বছরটি আরও উল্লেখযোগ্য, কারণ আইপিও আত্মপ্রকাশের প্রথম বছর পূরণ হল। গত অর্থবর্ষে ESOP-র আগে যেখানে EBITDA ছিল ৫৫৯ কোটি, তা বৃদ্ধি পেয়ে ৭৩৪ কোটি টাকায় পৌঁছেছে। সংস্থার সার্বিক ক্ষতির পরিমাণও ৩৫৪ কোটি টাকা কমেছে। ২০২৪ অর্থবর্ষের জন্য ২৮৮ কোটি টাকার UPI ইনসেনটিভ পেয়েছে, যা আগের আর্থ বর্ষের তুলনায় ১৮২ কোটি টাকা বেশি।

নেট পেমেন্ট ও ফিন্যান্সিয়াল সার্ভিসে ব্যাপক হারে বৃদ্ধির জেরে পেটিএম কন্ট্রিবিউশন প্রফিট বা লাভ ৪২ শতাংশ বেড়ে ৫৫৩৮ কোটি টাকায় পৌঁছেছে। পেমেন্ট সার্ভিস থেকে সংস্থার আয় ২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২৪ অর্থবর্ষে ৬২৩৫ কোটি টাকায় পৌঁছেছে। গত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকেই এই বৃদ্ধি ৭ শতাংশ হয়েছে। সার্বিক ঋণ বন্টন ভ্যালু ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত অর্থবর্ষে তা ৫২ হাজার ৩৯০ কোটিতে পৌঁছেছে।

পেটিএমের গ্রস মার্চেন্ডাইস ভ্যালুও ২০২৩-২৪ অর্থবর্ষে ৩৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৮.৩ লক্ষ কোটি ছুঁয়েছে। ২০২৪ সালের মার্চ মাসের পরিসংখ্যান অনুযায়ী, ১.০৭ কোটি ব্যবসায়ী ডিভাইস সাবস্ক্রিপশন নিয়েছে, যা ২০২৩ সালের মার্চ মাসে ৬৮ লক্ষ ছিল। অর্থাৎ এক বছরেই বৃদ্ধি হয়েছে ৫৮ শতাংশ। তবে শেষ ত্রৈমাসিকে সংস্থার লাভ ৩ শতাংশ কমেছে বিজনেস অপারেশনে সাময়িক সমস্যার কারণে।