Paytm UPI: আপনার ফোনে আগের মতোই চালু থাকবে Paytm-এর ইউপিআই… এল বড় আপডেট

Soumya Saha |

Mar 14, 2024 | 9:31 PM

Paytm: বৃহস্পতিবারই এনপিসিআই-এর তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, পেটিএমকে মাল্টি-ব্যাঙ্ক মডেলের আওতায় ইউপিআই পেমেন্টের জন্য একটি থার্ড পার্টি অ্য়াপ প্রোভাইডার লাইসেন্স দেওয়া হয়েছে। অর্থাৎ, গুগল পে, ফোন পে বা ভারত পে-র অ্য়াপের মাধ্যমে যেভাবে ইউপিআই পরিষেবা পাওয়া যায়, সেভাবেই পেটিএমের মাধ্যমেও ইউপিআই পরিষেবা ব্যবহার করা যাবে।

Paytm UPI: আপনার ফোনে আগের মতোই চালু থাকবে Paytm-এর ইউপিআই... এল বড় আপডেট
পেটিএমের ইউপিআই
Image Credit source: TV9 Network

Follow Us

নয়া দিল্লি: পেটিএমের পরিষেবা চালু থাকবে নাকি বন্ধ হয়ে যাবে, সেই নিয়ে চিন্তার দিন এবার শেষ। আপনার ফোনে পেটিএম পরিষেবা আগের মতোই চলতে থাকবে। সৌজন্য, থার্ড পার্টি অ্য়াপ পরিষেবার লাইসেন্স। জানা যাচ্ছে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI) থেকে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডারের লাইসেন্স পেয়ে গিয়েছে পেটিএম। আর এর সরাসরি সুবিধা পাবেন, কোটি কোটি দেশবাসী যাঁরা পেটিএম থেকে ইউপিআই পরিষেবা ব্যবহার করেন। তাঁরা ইউপিআই পেমেন্ট সিস্টেম আগের মতোই ব্যবহার করতে পারবেন। কারণ, রিজার্ভ ব্যাঙ্কের নিষেধাজ্ঞা থাকছে শুধুমাত্র পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের উপর, গোটা পেটিএমের উপর নয়।

বৃহস্পতিবারই এনপিসিআই-এর তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, পেটিএমকে মাল্টি-ব্যাঙ্ক মডেলের আওতায় ইউপিআই পেমেন্টের জন্য একটি থার্ড পার্টি অ্য়াপ প্রোভাইডার লাইসেন্স দেওয়া হয়েছে। অর্থাৎ, গুগল পে, ফোন পে বা ভারত পে-র অ্য়াপের মাধ্যমে যেভাবে ইউপিআই পরিষেবা পাওয়া যায়, সেভাবেই পেটিএমের মাধ্যমেও ইউপিআই পরিষেবা ব্যবহার করা যাবে। শুধু ব্যবহারকারীরা তাঁদের ইউপিআই অ্য়াকাউন্টকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সঙ্গে যুক্ত করতে পারবেন না।

চারটি বড় ব্যাঙ্কের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে পেটিএম

এনপিসিআই-এর তরফে জানানো হয়েছে চারটি বড় ব্যাঙ্কের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে পেটিএম। তালিকায় রয়েছে দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক এবং ইয়েস ব্যাঙ্কের সঙ্গে চুক্তি করেছে পেটিএম। এরা প্রত্যেকে ওয়ান৯৭ কমিউনিকেশনস অর্থাৎ পেটিএম-এর জন্য পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ চালিয়ে যাবে।

ইউপিআই আইডি @Paytm থেকে @YesBank হয়ে যাবে

যাঁরা পেটিএম-এর ইউপিআই পরিষেবা ব্যবহার করেন, তাঁদের ক্ষেত্রে আরও একটি বড় পরিবর্তন আসছে। যাঁদের পেটিএম-এর ইউপিআই আইডির শেষের অংশে @Paytm রয়েছে, সেগুলি বদলে এবার @YesBank হয়ে যাবে। এর ফলে পেটিএম-এ বর্তমান গ্রাহক ও ব্যবসায়ীরা আগের মতোই ইউপিআই পরিষেবা ব্যবহার করে আর্থিক লেনদেন করতে পারবেন। একইসঙ্গে তাঁদের ইউপিআই অ্য়াকাউন্ট থেকে অ্যাক্টিভ অটো পেমেন্ট পরিষেবাও আগের মতোই চালু থাকবে।

 

Next Article